Monday, November 28
Shadow

HSC Physics 1st Paper MCQ : Chapter 5 : কাজ, শক্তি ও ক্ষমতা

HSC Physics 1st Paper MCQ : Chapter 5 : কাজ, শক্তি ও ক্ষমতা

অধ্যায় – ৫: কাজ, শক্তি ও ক্ষমতা

 

১. MW সমান কত ওয়াট?

 ক) 103W                         খ) 106W

 গ) 109W                         ঘ) 1015W

২.a হতে b অবস্থানে যেতে স্প্রিং দ্বারা কৃতকাজ কত?

 ক) -74.25 J                     খ) 74.25 J

 গ) -24.75 J                     ঘ) 24.75 J

৩.75 kg ভরের এক ব্যক্তি 30 মিনিটে 300 m উঁচুতে উঠে। তার কাজ করার হার কত?

 ক) 12.5 W                       খ) 122.5 W

 গ) 300 W                        ঘ) 245 W

৪.একটি বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি পাইলে গতিশক্তি বৃদ্ধি পাবে –

 ক) 100%                         খ) 200%

 গ) 300%                         ঘ) 400%

৫.বিভবশক্তি বা স্থিতিশক্তি নির্ভর করে কোনটির উপর?

 ক) আকারের উপর              খ) তাপমাত্রার উপর

 গ) উচ্চতার উপর                ঘ) আয়তনের উপর

৬.40 m উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির তিনগুণ হবে?

 ক) 10 m                          খ) 13.33 m

 গ) 20 m                          ঘ) 26.66 m

৭.5kg ভরের একটি বস্তুকে 9.8ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে-

 1. অর্ধ সেকেন্ড পরে এর গতিশক্তি হবে 60 J
 2. এক সেকেন্ড পরে এর গতিশক্তি হবে 0 J

iii. দুই সেকেন্ড পরে এর গতিশক্তি হবে 120 J

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

৮.কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ বাড়বে –

 ক) 100%                         খ) 150%

 গ) 200%                         ঘ) 400%

৯.শক্তির নিত্যতা সূত্র মেনে চলে-

 1. আন্দোলিত সরল দোলক
 2. মুক্তভাবে পতনশীল বস্তু

iii. ঘর্ষণের বিরুদ্ধে কোনো বস্তু যখন চলে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

১০.বিভব শক্তি নির্ভর করে কিসের উপর?

 1. g – এর উপর ii. উচ্চতার উপর

iii. বেগের উপর

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) ii ও iii

 গ) i ও iii                           ঘ) i, ii ও iii

১১.কোনো ব্যবস্থায় কোন ধরনের বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টি ধ্রুব থাকে?

 ক) সংরক্ষণশীল বল             খ) অসংরক্ষণশীল বল

 গ) ধ্রুববল                          ঘ) পরিবর্তন বল

১২.100kg ভরের একটি বস্তুর ভরবেগ 100kgms-1 হলে এর গতিশক্তি কত হবে?

 ক) 100 J                         খ) 200 J

 গ) 50 J                            ঘ) 25 J

১৩.কার্যকর শক্তি/প্রদত্ত শক্তি = ?

 ক) শক্তির নিত্যতা সূত্র          খ) স্থিতিশক্তি

 গ) গতিশক্তি                       ঘ) কর্মদক্ষতা

১৪.স্প্রিং-এর বল ধ্রুবক k-

 1. স্প্রিং-এর গঠন বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে
 2. একটি ধনাত্মক রাশি

iii. স্প্রিং-এর স্থিতিস্থাপক বল এবং সাম্যাবস্থান হতে সরণের ক্ষেত্রে একটি সমানুপাতিক ধ্রুবক

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

১৫.সর্বোচ্চ কাজ হবে যখন –

 ক) θ = 1800 হয়               খ) θ = 900

 গ) θ = 900 ≥ θ ≤ 1800    ঘ) θ = 00 ≤ θ < 900

১৬.কোন বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎশক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 5 × 107 জুল কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?

 ক) 50 মেগাওয়াট                খ) 100 মেগাওয়াট

 গ) 1000 মেগাওয়াট            ঘ) 5 মেগাওয়াট

১৭.কোনটি অসংরক্ষণশীল বল?                                                                                             

 ক) তড়িৎ বল                      খ) চৌম্বক বল

 গ) একটি আদর্শ স্প্রিং এর বল    ঘ) ঘর্ষণ বল

১৮.কখন F বল দ্বারা কৃতকাজ শূন্য হবে? যখন –

 ক) α = 00                        খ) α = 300

 গ) α = 900                      ঘ) α =1200

১৯.কোনো উৎস বা সিস্টেম একক সময়ে যে কাজ সম্পন্ন করে তাকে কী বলে?

 ক) শক্তি                            খ) গতিশক্তি

 গ) বিভব শক্তি                    ঘ) ক্ষমতা

২০.

দূরত্ব হ্রাস করা হলে অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ হবে –

 ক) শূন্য কাজ`                    খ) ঋণাত্মক কাজ

 গ) ধনাত্মক কাজ                 ঘ) কোনটিই নয়

২১.সংরক্ষণশীল বলের ক্ষেত্রে-

 1. কোনো কণা একটি চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসে
 2. কণার ওপর এ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়

iii. কণার ওপর এ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ অশূন্য

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

২২.কোনো বলের ক্রিয়া অভিমুখ যদি বস্তুর গতি অভিমুখের উপর নির্ভর করে তবে ঐ বলকে কি বলা হবে?

 ক) ধ্রুব বল                        খ) পরিবর্তন বল

 গ) সংরক্ষণশীল বল              ঘ) অসংরক্ষণশীল বল

২৩.শক্তির একক কোনটি?

 ক) ওয়াট                           খ) অশ্বক্ষমতা

 গ) জুল                              ঘ) জুল-সেকেন্ড

২৪.স্থিতিশক্তি সঞ্চিত থাকে –

 1. উঁচু স্থানে সংরক্ষিত পানিতে
 2. ঘড়ির প্যাচ দেওয়া স্প্রিং-এ

iii. গতিশীল বস্তুতে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) ii ও iii

 গ) i ও iii                           ঘ) i, ii ও iii

২৫.প্রসঙ্গ তল বিবেচনায় নিচের কোন প্রকার শক্তি ঋণাত্মক হতে পারে?

 ক) বিভবশক্তি                     খ) গতিশক্তি

 গ) তড়িৎ শক্তি                    ঘ) রাসায়নিক শক্তি

২৬.বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান সর্বাধিক হবে?

 ক) 00                              খ) 900

 গ) 900<θ<1800              ঘ) 1800

২৭.বল ও সরণের মধ্যকার কোণ কত হলে সম্পন্ন কাজের পরিমাণ শূন্য হবে?

 ক) 00           খ) 900         গ) 1350         ঘ) 1800

২৮.100 kg ভরের একটি বস্তুর ভরবেগ 200 kg ms-1 হলে এর গতিশক্তি হবে –

 ক) 400 J      খ) 300 J      গ) 200 J        ঘ) 100 J

২৯.কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্র প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কী বলে?

 ক) ক্ষমতা                          খ) অশ্বক্ষমতা

 গ) কর্মদক্ষতা                      ঘ) কার্যকর দক্ষতা

৩০.ভর ও বেগ উভয়ই বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে গতিশক্তির বৃদ্ধির পরিমাণ কতগুণ?

 ক) 8 গুণ                           খ) 4 গুণ

 গ) দ্বিগুন                            ঘ) অপরিবর্তীত থাকবে

৩১.নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? (ভর = M, বেগ = V)

 ক) 3M, V                         খ) 3M, 2V

 গ) 2M, 3V                       ঘ) M, 4V

৩২.গতিশক্তির পরবর্তনই হলো সম্পাদিত কাজ; এটি হলো –

 ক) শক্তির সংরক্ষণ সূত্র         খ) সমান্তরাল অক্ষ উপপাদ্য

 গ) লম্ব অক্ষ উপপাদ্য           ঘ) কাজ শক্তি উপপাদ্য

৩৩.বল ও সরণের মধ্যকার কোণ কত হলে ঋণাত্মক কাজ সম্পন্ন হবে?

 ক) 700                            খ) 800

 গ) 900                             ঘ) 1000

৩৪.একটি স্প্রিং-এর প্রান্তে একটি বস্তুকণা সংযুক্ত থাকলে, স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের দিক কণাটির সরণের কোন দিকে হয়?

 ক) একই দিকে                    খ) বিপরীত দিকে

 গ) লম্ব দিকে                       ঘ) সমান্তরাল দিকে

৩৫.বস্তুর ভরবেগ 20% হ্রাস পেলে গতিশক্তি হ্রাস পায় –

 ক) 36%                           খ) 12%

 গ) 24%                           ঘ) 64%

৩৬.একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে?

 ক) 2 গুণ                           খ) 3 গুণ

 গ) 4 গুণ                           ঘ) 16 গুণ

৩৭.সংরক্ষণশীল বলের ক্ষেত্রে-

 1. এ বল দ্বারা কোনো কণার ওপর কৃতকাজ কণাটির গতিবেগের ওপর নির্ভর করে না, কেবল কণার আদি অবস্থান ও শেষ অবস্থানের ওপর নির্ভর করে
 2. এ বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব

iii. যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ঘটে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

৩৮.কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কী বলে?

 ক) স্থিতিশক্তি                      খ) গতিশক্তি

 গ) যান্ত্রিক শক্তি                   ঘ) রাসায়নিক শক্তি

৩৯.অসংরক্ষণমীল বল হলো-

 1. স্থিতি ঘর্ষণ ii. গতীয় ঘর্ষণ

iii. বিসর্প ঘর্ষণ

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

৪০.6 Watt ক্ষমতাসম্পন্ন একটি মোটর 1 minute-এ কতটুকু কাজ করবে?

 ক) 6 J        খ) 60 J          গ) 360 J        ঘ) 3600 J

৪১.একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। ভূমি হতে 10 m উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল?

 ক) 12 m     খ) 20 m        গ) 25 m        ঘ) 30 m

৪২.200 mg ভরের একটি বস্তু 10 m উচ্চতা থেকে নিচে পড়ছে। ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত?

 ক) 196 J                         খ) 196 x 105 J

 গ) 19.6 x 103 J               ঘ) 19.6 x 10-3 J

৪৩.একজন কুলি 50 kg ভরের একটি বোঝা 10 s মাথায় ধরে রাখলে কাজের পরিমাণ হবে –

 ক) 500 J      খ) 98 J        গ) 9.8 J         ঘ) 0 J

৪৪.গতিশক্তি চারগুণ বৃদ্ধি পেলে ভরবেগের কেমন পরিবর্তন হবে?

 ক) চারগুণ বাড়বে                খ) দ্বিগুণ বাড়বে

 গ) চারগুণ কমবে                 ঘ) দ্বিগুণ কমবে

৪৫.ক্ষমতার মাত্রা কোনটি?

 ক) ML          খ) ML2        গ) MLT-2      ঘ) ML2T-3

৪৬.বল ও সরণের মধ্যবর্তী কোণ 1200 হলে তাহলে কাজ হবে –

 ক) ধনাত্মক                        খ) শূন্য

 গ) ঋণাত্মক                        ঘ) সর্বোচ্চ

৪৭.প্রযুক্ত বল এবং সরণের দিক পরস্পর বিপরীত হলে কৃত কাজ কেমন হবে?

 ক) ধনাত্মক     খ) ঋণাত্মক

 গ) শূন্য                             ঘ) সর্বাধিক

৪৮.3 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 60 N বল 6 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করার পর তুলে নেয়া হলে 12 সেকেন্ড পর বস্তুটি গতিশক্তি কত হবে?

 ক) 172800 J                   খ) 97200 J

 গ) 86400 J                      ঘ) 48600 J

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

গাড়ী মেরামতের একটি ইয়ার্ডে ক্রেনের সাহায্যে গাড়ীগুলোকে সরিয়ে রাখা হচ্ছে। ক্রেনের সাহায্যে একটি লাল গাড়ীতে B স্থান থেকে খাড়া উপরের দিকে h উচ্চতায় C বিন্দুতে উঠান হল। এ সময়ের মাঝে অপর একটি সাদা গাড়ীকে A হতে ঠেলে B স্থানে আনা হল।

৪৯.MW সমান কত ওয়াট?

 ক) i ও ii                            খ) i ও iii

 গ) ii ও iii                          ঘ) i, ii ও iii

৫০.a হতে b অবস্থানে যেতে স্প্রিং দ্বারা কৃতকাজ কত?

 ক) 10J      খ) -10J           গ) 0J             ঘ) 5J

 সঠিক উত্তর:

১. (খ)   ২. (গ)   ৩. (খ)   ৪. (গ)   ৫. (গ)   ৬. (খ)   ৭. (ক)   ৮. (ক)   ৯. (ঘ)   ১০. (ক)   ১১. (ক)   ১২. (গ)   ১৩. (ঘ)   ১৪. (ঘ)   ১৫. (ঘ)   ১৬. (ক)   ১৭. (ঘ)   ১৮. (গ)   ১৯. (ঘ)   ২০. (গ)   ২১. (ক)   ২২. (ঘ)   ২৩. (গ)   ২৪. (ক)   ২৫. (ক)   

২৬. (ক)   ২৭. (খ)   ২৮. (গ)   ২৯. (গ)   ৩০. (ক)   ৩১. (গ)   ৩২. (ঘ)   ৩৩. (ঘ)   ৩৪. (খ)   ৩৫. (ক)   ৩৬. (গ)   ৩৭. (ঘ)   ৩৮. (খ)   ৩৯. (গ)   ৪০. (গ)   ৪১. (ঘ)   ৪২. (গ)   ৪৩. (ঘ)   ৪৪. (খ)   ৪৫. (ঘ)   ৪৬. (গ)   ৪৭. (খ)   ৪৮. (গ)   ৪৯. (খ)   ৫০. (গ)   

 

HSC Physics 1st Paper MCQ : Chapter 5 : কাজ, শক্তি ও ক্ষমতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!