Sunday, December 22
Shadow

অষ্টম শ্রেণি : ইসলাম শিক্ষা: মডেল প্রশ্ন

Class 8 Islam studies model test Question.

অষ্টম শ্রেণি : ইসলাম শিক্ষা: মডেল প্রশ্ন : ক বিভাগ: বহুনির্বাচনী প্রশ্ন

নিচের প্রশ্ন গুলোর উত্তর খাতায় লেখ

১. ইসলামের তৃতীয় রুকন কোনটি?

ক. সালাত                    ক. সাওম

গ. যাকাত                                 গ. হজ

২. ‘হাদিস’ কোন ভাষার শব্দ?

ক. ফারসি                                খ. উর্দু

গ. আরবি                                 ঘ. সুরিয়ানি

৩. হাদিস বর্ণনাকারীদের পরম্পরাকে বলা হয়-

ক. মূল বক্তব্য               খ. ব্যাখ্যা

গ. সনদ                                    ঘ. মতন

৪. হাউজে কাওসারের তলদেশ কী দ্বারা তৈরি?

ক. রৌপ্য                                  খ. স্বর্ণ

গ. মনি মুক্তা                 ঘ. দামি পাথর

৫. কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তা’য়ালার সমকক্ষ বা সমতুল্য মনে করাকে কী বলে?

ক. কুফর                                  খ . ঈমান

গ. শিরক                                  ঘ . কুফর ও শিরক

৬. ঘৃণা শব্দের অর্থ কী?

ক. অত্যাধিক পছন্দ করা          খ. কাউকে ভালভালোবাসা

গ. তুচ্ছ -তাচ্ছিল্য করা  ঘ. মার্জিতভাবে কথা বলা

৭. তাকদীর অর্থ?

ক. নির্ধারণ করা                        খ. মীমাংসা করা

গ. বিচার করা               ঘ. প্রত্যাশা করা

৮. হজের ফরজ কয়টি?

ক. ৩টি                        খ. ৪টি

গ. ৫টি                         ঘ. ৬টি

৯. সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছে?

ক. মক্কা                                    খ. মদিনা

গ. তায়েফ                    ঘ. সিরিয়া

১০. হযরত শাহজালাল (রহ.) কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ইরাকে                     খ. মিশরে

গ. সিরিয়ায়                   ঘ. ইয়েমেনে

১১. কুরআন মাজিদের মুসা (আ.)-এর সাথে কার আন্তঃধর্মীয় সংলাপের বর্ণনা আছে?

ক. আবু জাহেল                        খ. নমরুদ

গ. ফেরাউন                  ঘ. হামান

১২. রোগীর আরোগ্যর জন্য দোয়া করা কী?

ক. ফরজ                                  খ. সুন্নত

গ. নফল                                   ঘ. ওয়াজিব

১৩. বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

ক. ৬২৩                                  খ. ৬২৪

গ. ৬২৫                                   ঘ. ৬২৬

১৪. সূরা আল কাউসার আল কোরআনের কততম সূরা?

ক. ১০২                                    খ. ১০৪

গ. ১০৮                                    ঘ. ১১০

১৫. কিয়াম শব্দের অর্থ কী?

ক. উঠে দাঁড়ানো                       খ. বসে পড়া

গ. শুয়ে পড়া                ঘ. শোয়া থেকে উঠে দাঁড়ানো

অষ্টম শ্রেণি : ইসলাম শিক্ষা: মডেল প্রশ্ন : খ বিভাগ: এক কথায় উত্তর দাও       

    

১. পুনরুত্থান কী?

২. শিরক কার বিপরীত?

৩. কদর অর্থ কী?

৪. যাকাত কোন ধরনের ইবাদত?

৫. হাউজে কাউসারের মালিক কে হবেন?

৬. হাদিস মোতাওয়াতির হওয়ার জন্য শর্ত কয়টি?

৭. উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য কাকে প্রেরণ করা হয়েছে?

৮. ইসলামে জুলুমের বিধান কী?

৯. সত্য ও মিথ্যার মধ্যে ফয়সালাকারীর যুদ্ধ কোনটি?

১০. সহিষ্ণুতা, সম্প্রীতি ও ভাতৃত্বের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

অষ্টম শ্রেণি : ইসলাম শিক্ষা: মডেল প্রশ্ন : গ বিভাগ: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. তাকদীর কাকে বলে? তাকদীরের প্রকারভেদ লেখ।

২. মদিনায় মুসলমানদের জন্য উহুদ যুদ্ধের গুরুত্ব কেমন ছিল?

৩. প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা হাদিসের আলোকে উল্লেখ করো।

৪. সূরা আল-কাওসার-এর পাঁচটি শিক্ষা লেখ।

৫. হাদিস কাকে বলে? সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ উল্লেখ করো।

অষ্টম শ্রেণি : ইসলাম শিক্ষা: মডেল প্রশ্ন : ঘ বিভাগ: রচনামূলক প্রশ্ন

ক। জনাব সাঈদ সাহেবের কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। তার বন্ধু মুশফিক তাকে বললেন নিসাব পরিমাণ সম্পদ থাকা যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত।

১. যাকাতের পরিচয় দাও। যাকাত ফরজ হওয়ার আর কী কী শর্ত রয়েছে? আলোচনা করো।

২. নারীর মর্যাদা বলতে কী বোঝায়? নারীর প্রতি সম্মান ও মর্যাদার ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো।

আমাদের সমাজে অনেকে রয়েছে, যারা মনে করে আল্লাহ ফেরেশতাদের সহযোগিতা নিয়ে এ জগত পরিচালনা করছেন।

৩. ইসলামের আলোকে তাদের ধারণা ব্যাখ্যা করে আরও যে সব ক্ষেত্রে এ ধরনের কাজ হয়ে থাকে তার বর্ণনা দাও।

৪. পরম সহিষ্ণুতা বলতে কী বোঝায়? পরম সহিষ্ণুতার গুরুত্ব বিশ্লেষণ করো।

৫. পুনরুত্থান দিবস কী? এ দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় সম্পর্কিত একটি তালিকা তৈরি করো।

৬. মহানবী (সা.)-এর মদিনা হিজরতের বর্ণনা দিয়ে এর গুরুত্ব সম্পর্কে বিশ্লেষণ করো।

৭. তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে দানশীলতা ও মৃতব্যায়িতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো।

৮. মহানবীর (স.) মদিনায় হিজরতের বর্ণনা দিয়ে এর গুরুত্ব বিশ্লেষণ করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!