Monday, December 23
Shadow

দুর্ঘটনায় উপবন এক্সপ্রেস : নিহত ৩, আহত দুই শতাধিক

উপবন এক্সপ্রেস
উপবন এক্সপ্রেস
সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন রবিবার রাত ১১.৫০  মিনিটে কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ব্রিজ ভেঙ্গে লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনায় ট্রেনের পেছনের ৫টি বগি ছিটকে নিচের জমিতে পড়েছে। নিহত হয়েছেন অসংখ্য মানুষ। আহত হয়েছেন প্রায় ২৫০ জনের মতো।
আহতদের কুলাউড়া, মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা চেয়ারম্যান আছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের উপর চাপ এখন বেশি।
অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে রেলযাত্রীদের ধারণা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে। লাশ উদ্ধার চলছে। এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মুহিবুর রহমান জাহাঙ্গীর জানান, তিনি ট্রেনের শেষ বগিতে ছিলেন। এই বগির ৫/৬ জন ঘটনাস্থলে মারা গেছেন।
কুলাউড়া স্টেশন মাস্টার আফসার উদ্দিন জানান, আমরা তিনজন হতাহতের খবর পেয়েছি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপেন্দ্র কুমার সিংহ জানান, লাশ উদ্ধারের প্রাণপণ চেষ্টা চলছে। কতজন মারা গেছে নিশ্চিত করে বলা যাবে না। এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করেছি।

https://youtu.be/AoO_iZhlnGs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!