Monday, December 23
Shadow

মেলবোর্নে বাংলা স্কুলের যুগ পূর্তি পালন

মেলবোর্নেঅস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত বাংলা ভাষা শেখানোর বিদ্যালয় ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের প্রতিষ্ঠার এক যুগ উদ্‌যাপন করেছে। মেলবোর্নে বসবাসকারী বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখানোর লক্ষ্যে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি রোববার নিজেদের কার্যক্রম চালিয়ে গেছে বিদ্যালয়টি।

এ দিকে যুগপূর্তি উপলক্ষে গত শনিবার (৩ নভেম্বর) এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুলটি। স্থানীয় সুজান কুরি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক ছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকসহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের নাচ-গান, কবিতা, নাটক পরিবেশন করা হয়।

দীর্ঘ পথ চলায় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা মোর্শেদা কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!