Thursday, January 2
Shadow

আজকের প্রিয়মুখ : আসছে ঈশানার ‘দহনকালের ভালোবাসা’

ঈশানাজারিফ একসঙ্গে অনেক মেয়ের সঙ্গে প্রেম করে। মূল প্রেমিকা আনিকার পাশাপাশি নতুন সম্পর্কে জড়ান আশরিন নামের আরেকটি মেয়ের সঙ্গে।

এসব অভিযোগে একপর্যায়ে আনিকা-জারিফের প্রেমটা শেষ হয়ে যায়। চলতে থাকে আশরিনের সঙ্গে রোমান্স। একদিন জারিফকে বাসায় আসার জন্য বলে আশরিন। জারিফ আসার পরই অন্যরকম এক ঘটনা ঘটে।
এমনই চাঞ্চল্যকর গল্প নিয়ে গড়ে উঠেছে একক নাটক ‘দহনকালের ভালোবাসা’।

ঈশানা
সৈয়দ ইকবালের রচনায় এটি পরিচালনা করেছেন হারুন রুশো। এতে জারিফ চরিত্রে ইরফান সাজ্জাদ, আনিকার চরিত্রে ঈশানা এবং আশরিনের চরিত্রে অভিনয় করেছেন রুহী। আরও অভিনয় করেছেন আফরোজা হোসেন প্রমুখ।
নাট্যকার সৈয়দ ইকবাল জানান, নাটকটি ১২ অক্টোবর (শুক্রবার) রাত ৯টায় এসএ টিভিতে প্রচার হবে।

ঈশানা
ঈশানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!