Thursday, January 2
Shadow

কী নিয়ে এত ভয় ঈশিতার!

ঈশিতা
ঈশিতা

‘একটু ভয় পাচ্ছি। কিন্তু এটাও ঠিক, অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি। এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই প্রতিটা ধাপে অনেক যত্ন করেছেন, পরিশ্রম করেছেন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ বহুদিন পর গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরছেন রুমানা রশিদ ঈশিতা। গান প্রকাশের আগে অনুভূতি কেমন, তা জানতে চাইলে কথাগুলো বলেন তিনি। আগামী বৃহস্পতিবার চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ঈশিতার এই গান। শিরোনাম ‘তোমরাই জানালায়’। গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন ঈদুল আজহার আগে। পপকর্নের ব্যানারে সম্প্রতি গল্পনির্ভর এই গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওতে অভিনয়ও করেছেন ঈশিতা।

ছোটবেলা থেকে ঈশিতা অভিনয় আর গান সমান তালে করেছেন। ১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’র ছড়াগানে প্রথম পুরস্কার অর্জন করেন। এক ঠিক বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ছড়াগানের একটি অ্যালবামও প্রকাশিত হয়। ২০০১ সাল পর্যন্ত আরও চারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। সব কটিই ছিল সাউন্ডটেকের ব্যানারে। এর মধ্যে শওকাতের সুর ও সংগীতে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত ঈশিতা, কানিজ সুবর্ণা ও মিমির গাওয়া ‘কুলসুম’ অ্যালবামটি বেশ আলোচিত ছিল। প্রায় ১৭ বছর পর নতুন গান নিয়ে শ্রোতা ও ভক্তদের কাছে হাজির হতে যাচ্ছেন তিনি।

ঈশিতা যে গানটি দিয়ে ফিরছেন, সেটি লিখেছেন সোহেল আরমান আর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানে ফেরা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘অনেক দিন ধরে গান করার ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। চর্চাও করেছি। একটা পর্যায়ে গানটি তৈরি হয়। এই গানে মানুষ তার জীবনের গল্প খুঁজে পাবে।’

ঈশিতা
ঈশিতা

অভিনয়, গান, নাচ, লেখালেখি, পরিচালনা—সংস্কৃতির নানা শাখায় ঈশিতার বিচরণ। সবকিছু ছাপিয়ে সবার কাছে তাঁর অভিনেত্রী পরিচয়টা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইদানীং অভিনয়েও অনিয়মিত তিনি। তাঁর মতে, ‘অভিনয় করার মতো পর্যাপ্ত সময় এই মুহূর্তে আমার নেই। হঠাৎ হঠাৎ সময় পেলে তবেই করি। গেল ঈদে “পাতা ঝরার দিন” ও “কাঠপেনসিল” নাটক দুটি ছিল তেমনই কাজ। তবে সব কাজ শেষ করার পর বাসায় থাকি। যে সময়টুকু পাই, তাতে গানের চর্চা ভালোভাবে করতে পারি। সেটাই করে যাচ্ছি। গানের চর্চা আমি আগেও করতাম। দুই বছর ধরে খুব সিরিয়াসলি চর্চাটা চালিয়ে যাচ্ছি।’

ঈশিতা জানান, ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দের কাছে আরও আট বছর তালিম নিয়েছেন। ঈশিতা বললেন, ‘আমি নজরুলসংগীত আর রবীন্দ্রসংগীত কখনোই শিখিনি। পিওর ক্ল্যাসিক্যাল শিখেছি। নাচের ক্ষেত্রেও আমি শিবলী মহম্মদের কাছে পিওর ক্ল্যাসিক্যাল শিখেছি। নাচ আর গান দুটোরই ক্ল্যাসিক্যাল শেখার কারণে বাকি শাখাগুলোয় বিচরণ করতে কোনো সমস্যা হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!