চীনের জাতীয় দিবসের বক্স অফিস আয় ছাড়িয়েছে ১১০ কোটি ইউয়ান - Mati News
Saturday, December 13

চীনের জাতীয় দিবসের বক্স অফিস আয় ছাড়িয়েছে ১১০ কোটি ইউয়ান

চীনের জাতীয় দিবসের ছুটিতে বক্স অফিসের আয় ১১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শনিবার অনলাইন প্ল্যাটফর্মগুলো এই তথ্য জানায়।

অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হওয়া আট দিনের ছুটিতে চীনজুড়ে সিনেমা দেখা র ধুম পড়ে। চীনের সিনেমা শিল্পের জন্যও এটি দারুণ রমরমা মৌসুম।

এই বছরের জাতীয় দিবসের বক্স অফিস তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দ্য ভলান্টিয়ারস: পিস এট লাস্ট’। পরিচালক ছেন খাইখ্য পরিচালিত ‘দ্য ভলান্টিয়ারস’ ট্রিলজির শেষ পর্ব এটি। ছবিটি কোরীয় যুদ্ধে চীনের অংশগ্রহণের সময় যুদ্ধক্ষেত্রের লড়াই ও কূটনৈতিক টানাপোড়েনের গল্প তুলে ধরেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘ইভিল আনবাউন্ড’, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের জীবাণু যুদ্ধ ইউনিট ৭৩১-এর নৃশংসতা নিয়ে নির্মিত। ছবিতে একদল নিরপরাধ বন্দির করুণ পরিণতি দেখানো হয়েছে, যারা বরফে জমে যাওয়া, বিষাক্ত গ্যাস ও অঙ্গচ্ছেদ পরীক্ষার মতো ভয়াবহ নির্যাতনের শিকার হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *