Thursday, May 2
Shadow

দ্বিতীয় উপন্যাস লিখছেন ভাবনা

আবার উপন্যাস লিখতে শুরু করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আজ ৬ সেপ্টেম্বর বইপড়া দিবসে নিজের দ্বিতীয় উপন্যাসটি শুরু করার খবর জানিয়েছেন এ অভিনেত্রী। আগামী বছর একুশে বইমেলায় প্রকাশিত হবে তাঁর এই উপন্যাস।

এবারের উপন্যাসের কাহিনি কী? এ প্রসঙ্গে এখনই কিছু জানাতে রাজি হননি তিনি। ভাবনা বলেন, ‘এখন বলতে চাই না। তবে এটুকু বলব, এ উপন্যাসটিও মেয়েদের নিয়ে। ১৬ থেকে ২২ বছরের একটি মেয়ের জীবন নিয়ে এ উপন্যাসের কাহিনি।’ উপন্যাসের মেয়ে চরিত্রটি নাটক বা সিনেমায় অভিনয় করে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা না বলি। আমার মনে হয়, বই পড়ে বিষয়টি জানলেই সবার ভালো লাগবে।’

চলতি বছর একুশে বইমেলায় প্রকাশিত হয় ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছিল তাম্রলিপি। সেই উপন্যাসে কল্পিত এক নারী চরিত্রকে তুলে ধরেছিলেন অভিনেত্রী ভাবনা। এ পর্যন্ত বেশ কিছু টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে আবির্ভূত হন আশনা হাবিব ভাবনা। ২০১৭ সালে মুক্তি পায় ছবিটি। ছবিতে তাঁর নায়ক হিসেবে অভিনয় করেছিলেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।নিজের পছন্দের চলচ্চিত্রধারা সম্পর্কে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, চলচ্চিত্রের ধারায় তিনি বিশ্বাসী নন। বাণিজ্যিক ছবি বা অবাণিজ্যিক ছবি বলে কিছু নেই। তিনি বলেন, ‘ছবি বানাতে টাকা লাগে। যিনি টাকা বিনিয়োগ করেন, তিনি চাইবেন টাকা তুলে আনতে। সুতরাং সব ছবিই বাণিজ্যিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!