ট্রেন্ডসে উত্তাল টুইটার উত্তেজক চার শব্দ! - Mati News
Sunday, December 14

ট্রেন্ডসে উত্তাল টুইটার উত্তেজক চার শব্দ!

ট্রেন্ডসেদীর্ঘ পত্রালাপে বা কবিতার মাধ্যমে প্রিয়জনকে উত্তেজিত করে কাছে টেনে আনার দিন আর নেই। এখন যুগটা ডিজিটালের মাধ্যমের। এই মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট শব্দ ব্যবহার করেই পাঠাতে হয় উত্তেজনা বা আকর্ষণ করার বার্তা।এ রকমই একটি ট্রেন্ডসে সম্প্রতি তুমুল জনপ্রিয় হল টুইটারে। ট্রেন্ডসে নাম

এই ট্রেন্ড অনুসারে, আপনাকে বার্তা লিখতে হবে মাত্র চারটি শব্দ ব্যবহার করে। আর এই চার শব্দের বার্তার মাধ্যমে জাগাতে হবে উত্তেজনা।চারটি শব্দের পোস্ট যেমন জাগাতে পারে যৌন উত্তেজনা আবার প্রকাশ করতে পারে আপনার পছন্দের বিষয়, যাতে কেউ আকর্ষিত হলেও হতে পারে।

তবে চার শব্দের বার্তা লেখার এই নয়া ট্রেন্ড কেবলমাত্র যৌনউত্তেজনাতেই আটকে থাকেনি। বিরিয়ানি থেকে সসেজ, হ্যারি পটার থেকে নেটফ্লিক্স সব কিছুই উঠে এসেছে এই ট্রেন্ডসে আয়তায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার দাবিও উঠেছে চার শব্দের বার্তায়।

 

আবেদনময়ী অভিনেত্রী খুনের দায়ে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *