Monday, December 23
Shadow

পহেলা বৈশাখে কনার তিন গান

কনার

 

পহেলা বৈশাখে কনার তিন গান

পহেলা বৈশাখ আজ। আর এই উৎসবটিকে কেন্দ্র করে আয়োজনও কম নয়। বিশেষ করে সংগীত তারকারা আজ ব্যস্ত থাকবেন গান নিয়ে। আর তারই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাও ব্যস্ততম দিন কাটাবেন আজ। এদিকে এ দিবসকে কেন্দ্র করে প্রকাশ হয়েছে কনার তিনটি গান।

এরমধ্যে একটির শিরোনাম হলো ‘আইছে পহেলা বৈশাখ’। ভিশন ফ্যান নিবেদিত এ গানটি কনার একক কণ্ঠে গাওয়া। অন্যদিকে জেড এস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ হয়েছে কনা ও ওপার বাংলার আকাশ সেনের নতুন গান ‘লাল শাড়ি’।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। আর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সিএমভি থেকে প্রকাশ হয়েছে ‘কে কত দূরে’ শিরোনামের একটি দ্বৈত গান। এ গানে কনার সহশিল্পী ইমরান। এ নতুন এ গানগুলো নিয়ে কনা বলেন, বৈশাখ মানেই আসলে আনন্দ ও গান। তাই পহেলা বৈশাখে তিনটি গান তিনটি ব্যানার থেকে প্রকাশ পেয়েছে। প্রতিটি গানই আলাদা ঢংয়ের। গানগুলো নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।

এদিকে এ গানগুলোর বাইরে আরো কিছু গানের কাজও করেছেন কনা। এগুলো পহেলা বৈশাখের পরই প্রকাশ হবে। অন্যদিকে বর্তমানে টানা স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন এ শিল্পী। গতকাল চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে গেয়েছেন তিনি। আর আজও পহেলা বৈশাখ উপলক্ষে বড় মাপের কনসার্টে অংশ নেবেন এ শিল্পী। কনা বলেন, শো নিয়ে ব্যস্ততা সব সময়ই থাকে।

এপ্রিল জুড়ে বৈশাখ উপলক্ষে চাপটা বেশি। বিভিন্ন জায়গায় গত কিছুদিনে কয়েকটি শো করেছি। পুরো মাসটাই যাবে এভাবে। সত্যি বলতে বৈশাখে আমি শ্রোতাদের সামনে গান গেয়েও একটু বেশি আনন্দ পাই। কারণ তারা বেশি উপভোগ করে এই সময়ের শোগুলো। আমিও চেষ্টা করি আমার শতভাগ দিয়ে তাদের আনন্দে মাতিয়ে রাখতে। এবারও তার ব্যতিক্রম নয়।

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!