Monday, December 23
Shadow

জাহ্নবীর বেলি ড্যান্স : কাঁপছে নেটদুনিয়া (ভিডিও)

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় কন্যা জাহ্নবী কাপুর এরই মধ্যে নিজের অভিনয়দক্ষতা প্রদর্শন করেছেন। গেল বছর ‘ধড়ক’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিতে বাজিমাত করেন। বক্স অফিসে শতকোটির ক্লাবে প্রবেশ করে ছবিটি। এবার নিজের বেলি ড্যান্স দক্ষতা প্রদর্শন করলেন জাহ্নবী।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী কাপুরের  একটি বেলি ড্যান্স ভিডিও হাত ঘুরছে। তার নাচে মুগ্ধ অনুরাগীরা। ইনস্টা-ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গানের তালে কোমর দোলাচ্ছেন এ তারকা-সন্তান। আরেকজন ভিডিও করছেন।

ইনস্টাগ্রামে ভাইরাল ভায়ানির পেজে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত তিন লাখ ২১ হাজারের বেশিবার দেখা হয়েছে। প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। ইউটিউবেও বেলি ড্যান্স ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ‘ছোট পোশাক’ পরে জিমে যাওয়ার ছবি ভাইরালের পরে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়েন জাহ্নবী কাপুর। এর আগেও তার পোশাক আলোচনার কেন্দ্রে ছিল।

এর আগে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলেছিলেন, জাহ্নবী কাপুরের ‘খুব ছোট’ পোশাক নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। নেহা ধুপিয়ার জনপ্রিয় চ্যাট শো ‘বিএফএফস উইথ ভোগ’-এ ‘ভারত’ অভিনেত্রী বলেন, জাহ্নবী কাপুর ‘খুব, খুব ছোট শর্টস’ পরেন।

ওই শোতে জাহ্নবীর জিমের পোশাক নিয়ে কথা বলেন ক্যাটরিনা কাইফ। সঞ্চালক নেহা ধুপিয়ার এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘জাহ্নবীর খুব, খুব ছোট শর্টস পরা সম্পর্কে আমি ওয়াকিবহাল! ও আমার জিমে আসে। আমাদের প্রায়ই জিমে দেখা হয়। মাঝেমধ্যে ওকে নিয়ে আমার চিন্তা হয়।’

এর পরে জাহ্নবীর চাচাতো বোন, ‘বীরে দ্য ওয়েডিং’ তারকা সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম পেজে জাহ্নবী কাপুরের একটি ছবি পোস্ট করেন। সাদা ক্রপ টপ আর ডেনিম শর্টস পরা জাহ্নবীর ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে সোনম লেখেন, ‘সে সাধারণ পোশাকও পরে, মানায়ও দারুণ।’ এর পরেই গুঞ্জন চাউর হয়, ক্যাটরিনার ‘খুব, খুব ছোট শর্টস’ মন্তব্যের জেরেই পাল্টা মন্তব্য করেছেন সোনম। বোনের ‘পক্ষ’ নিয়ে খবরের শিরোনাম হন তিনি।

পরে পত্রপত্রিকার ওই খবর উড়িয়ে দিয়ে সোনম বলেন, জাহ্নবী কাপুরের ‘পক্ষাবলম্বন’ করেননি তিনি। ক্যাটরিনা যা বলেছেন, ‘কৌতুক’ করে ‘সরল হৃদয়ে’ বলেছেন।

জাহ্নবী এখন গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক চলচ্চিত্রে কাজ করছেন। করণ জোহরের ‘তাখত’-এও দেখা যাবে তাঁকে। তারকাসংবলিত এ ছবিতে আরো রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কুশল, ভূমি পেড়নেকার, কারিনা কাপুর খান ও অনিল কাপুর। রাজকুমার রাও অভিনীত ‘রুহ আফজা’ সিনেমায়ও অভিনয় করবেন জাহ্নবী কাপুর। এ হরর কমেডি পরিচালনা করবেন হার্দিক মেহতা।

https://youtu.be/4nIF4cUhwlg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!