জিতের নতুন ছবি আসছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে - Mati News
Sunday, January 18

জিতের নতুন ছবি আসছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে

জিতের

প্রথম যখন জিৎ ছবি তৈরির ঘোষণা করেন, তখন সেই পোস্টে তিনি দিয়েছিলেন দেশাত্মবোধক বার্তা। লিখেছিলেন- ‘দিল ধড়কে তো জয় হিন্দ, সাঁসে চলে তো জয় হিন্দ, লহু বহে তো জয় হিন্দ! এ থেকেই কানাকানি। প্যান্থার-এর চিত্রনাট্য সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে না হয়ে যায়!

সম্প্রতি নায়ক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আভাস দেন ছবিতে তার লুকের মাত্র দুই ঝলক! কিন্তু সেই দুই পোস্টেই নায়কের মন জয় করার জন্য কমেন্ট করেছেন কৌশানি মুখোপাধ্যায় এবং ত্রিধা চৌধুরী। সেখান থেকে টলিউডে গুজব- তারা ছবির নায়িকার জায়গাটা পাওয়ার জন্য লড়াইয়ে মেতেছেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *