Sunday, December 22
Shadow

পাপারাৎজিরা ‘ভাবি’ বলে ডাকলেন, উত্তরে কী বললেন নববধূ দীপিকা ?

দীপিকা

বিয়ে হলেই মহিলারা ‘বউদি’ হয়ে যান। এমনকী, দীপিকাপাডুকোনও এই চলতি ধারা থেকে ছাড় পাননি। গাঁটছড়া বেঁধেছেন রণবীর-দীপিকা। কিন্তু বিয়ের পরেই ‘ভাবি’ ডাক মোটেই পছন্দ নয় দীপিকার।

শনিবার মুম্বইয়ে দীপবীরের রিসেপশনে চাঁদের হাট বসেছিল। হাজির ছিলেন বলিউডের প্রায় সমস্ত তারকাই। পাপারাৎজিরাও ক্যামেরা তাক করে বসেছিলেন। সমস্ত তারকারাই একে একে ক্যামেরার সামনে এসে ছবি তোলেন। দীপবীর পাপারাৎজিদের সামনে আসতেই দীপিকাকে তাঁরা ‘ভাবি’ বলে ডাকতে থাকেন। কিন্তু এই সম্বোধন মোটেই ভাল ভাবে নেননি দীপিকা। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, ‘‘ভাবি মত বুলাও না।’’

প্রসঙ্গত, দীপিকা-রণবীরের বিয়ে কোনও উৎসবের থেকে কম ছিল না। ১৪ নভেম্বর দু’জন গাঁটছড়া বেঁধেছেন। প্রথম দিন থেকেই পাপারাৎজিরা নবদম্পতিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলেন। কিন্তু কোনও মতেই তাঁরা ধরা দেননি। তবে দেশে ফিরে বহু ছবি তোলেন দীপিকা-রণবীর। এমনকী, পাপারাৎজিদের সঙ্গেও একসঙ্গে বহু ছবি তোলেন দীপবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!