Thursday, March 13

দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়া ?

দিতিপ্রিয়াএকটি টিভি চ্যানেলের মহালয়া অনুষ্ঠানে নাকি দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়াই।

‘করুণাময়ী রাণী রাসমণি’ নিশ্চয়ই তোমাদের অনেকেরই প্রিয় টেলি সিরিয়ালগুলির অন্যতম? আর সেই সূত্রে রাণী রাসমণি চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও এখন ঘরে-ঘরে পরিচিত মুখ। এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি দিতিপ্রিয়া। এর মধ্যেই জনপ্রিয়তায় পিছনে ফেলে দিচ্ছে ছোট পরদার অনেক অভিনেত্রীকেই। তা এমন জনপ্রিয়তা যাঁর, তাঁকে কী দুর্গা রূপে না দেখলে চলে! কোথায় নিশ্চয়ই গেস করতে পারছ? একটি টিভি চ্যানেলের মহালয়া অনুষ্ঠানে নাকি দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়াই। এখনও কোনও ট্রেলার টিভির পরদায় না দেখা গেলেও, কে দুর্গা হবেন তাই নিয়ে জল্পনা তো চলছিলই। আর টেলি পাড়ার বিভিন্ন সূত্রে উঠে আসছে দিতিপ্রিয়ার নাম। রাণী রাসমণিকে মা দুর্গা রূপে দেখার আর ক’টা দিনের অপেক্ষা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *