Tuesday, April 30
Shadow

প্রিয়মুখ : নুসরাত জাহান

নুসরাত জাহান (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৯০) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী।[১][২][৩] তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত সুপারস্টার অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরো ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

নুসরাত জাহান

৮ই জানুয়ারি, ১৯৯০ সালে একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন। প্রথম ছবি শত্রুর পরেই তার ভক্তসংখ্যা প্রমাণ করে, ভবিষ্যতে সে অভিনয় জগতকে কাঁপাতে সক্ষম।[৪] তার একটি ছোটবোন রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় তার পরিবারসহ বাস করছেন। তিনি ‘কুইন অব দ্য মিশন স্কুল’-এ স্কুলজীবন সমাপ্ত করেন এবং ‘ভবানীপুর কলেজ, কলকাতা’ হতে বি কম ডিগ্রি লাভ করেন।[৫] তার ফুফু তারিন জাহান ছিলেন বাংলাদেশী অভিনেত্রী।

২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতে্‌র বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন। এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় ছবিঃ খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে। নুসরাত জাহান একের পর এক ব্লকবাস্টার দর্শকদের উপহার দিয়ে গেছেন।

নুসরাত জাহান

সাল চলচ্চিত্র পরিচালক সহশিল্পী ভাষা
২০১১ শত্রু রাজ চক্রবর্তী জিৎ বাংলা
২০১৩ খোকা ৪২০ রাজিব বিশ্বাস দেব, তাপস পাল, রজতাভ দত্ত বাংলা
২০১৩ খিলাড়ি অশোক পাতি অঙ্কুশ হাজরা, তাপস পাল, রজতাভ দত্ত বাংলা
২০১৪ অ্যাকশন সায়ন্তন মুখোপাধ্যায় বিশেষ আবিভার্ব বাংলা
২০১৪ যোদ্ধা-দ্য ওয়ারিয়র রাজ চক্রবর্তী বিশেষ আবিভার্ব বাংলা
২০১৪ সন্ধ্যে নামার আগে ঋতুবর্ত ভট্টাচার্য রাহুল বসু বাংলা
২০১৫ জামাই ৪২০ রবি কিনাগী অঙ্কুশ হাজরা বাংলা
২০১৫ হর হর ব্যোমকেশ অরিন্দম শীল আবীর চট্টোপাধ্যায় বাংলা
২০১৬ জুলফিকার সৃজিত মুখোপাধ্যায় দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম বাংলা
২০১৬ লাভ এক্সপ্রেস রাজিব বিশ্বাস দেব বাংলা
২০১৭ ওয়ান রঞ্জন বিশ্বাস যশ দাশগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা
২০১৭ বলো দুর্গা মাই কি রাজ চক্রবর্তী অঙ্কুশ হাজরা রজতাভ দত্ত বাংলা
২০১৮ নাকাব রাজীব বিশ্বাস শাকিব খান আসন্ন হরর মুভি
২০১৯ সেভেন dagger সাগুফতা রফিক যশ দাশগুপ্ত আসন্ন হরর মুভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!