Friday, April 25

নুসরাত গৃহবন্দি : নিজের হাতে বানাচ্ছেন সুস্বাদু বিরিয়ানি

নুসরাতচিকেন, আলু, দিয়ে জমিয়ে বিরিয়ানি বানাচ্ছেন নুসরাত জাহান। চোখে দেখলে আপনারও জিভে জল এসে যাবে। নিজের হাতে বিরিয়ানি বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

করোনা আতঙ্কে, সব কাজকর্মই প্রায় বন্ধ। বন্ধ স্টুডিও পাড়া। তাই আপাতত তারকারাও গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। কাজের চাপ নেই, তাই গৃহবন্দি অবস্থায় যে যার নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করছেন। একই অবস্থায় তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসারত জাহানের। তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, কী করছেন, মাঝে মধ্যেই সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। কখনও তিনি ছবি এঁকে সময় কাটাচ্ছেন, কখনও আবার স্বামী নিখিলেন সঙ্গে রোম্যান্স করে। কখনও আবার বাড়ির লোকজনের জন্য সুস্বাদু বিরিয়ানি বানিয়ে। নিজের হাতে বিরিয়ানি বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরাত।

আবার নিজের দায়িত্বের জায়গা থেকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই সকলের কাছে সাবধানে থাকার বার্তা পৌঁছে দিয়েছেন সাংসদ অভিনেত্রী। সকলেই যাতে বাড়িতে থাকেন এবং সরকারি বিধি নিষেধ মেনে চলেন সেই বার্তাও দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরাত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *