Monday, December 23
Shadow

ভেঙ্গে গেছে প্রেম, প্রকাশ্যে কাঁদলেন নেহা

নেহা

ইন্ডিয়ান আইডলে এসে স্মৃতিকাতর হয়ে কেঁদে ফেললেন নেহা কাক্কর। কারণ গত সেপ্টেম্বরে ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার মঞ্চে হুট করে উপস্থিত হন হিমাংশ কোহলি। তাকে ঘিরেই ছিল নেহার ভালোবাসা। তাই মঞ্চে ভালোবাসার মানুষটিকে দেখে চিৎকার করে ওঠেন তিনি।

পরে মুম্বাই মিররকে নেহা বলেন, হিমাংশকেই বিয়ে করবেন তিনি। নেহাবলেন, ‘যখন বিয়ের কথা ভাবব, তখন ওর কথাই মাথায় রাখবো।’

নেহা কাক্কর ও সাবেক প্রেমিক হিমাংশু

তিনমাস আগের ঘটনা এগুলো। তখনই তাদের প্রেমের বিষয়টা সামনে আনেন তারা। কিন্তু সেই সম্পর্ক আর নেই। এখন একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না! সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করেছেন। হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা।

তাই এবার ইন্ডিয়ান আইডলের শোতে এসে কেঁদে ফেললেন নেহা। করণ সেটেই ভালবাসার মানুষটার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি।শোতে একটি ইমোশন্যাল গান গাইছিলেন এক প্রতিযোগী। আর সেই গান শুনেই ভেঙে পড়েন বিচারক নেহা।

নেহা কাক্কর ও সাবেক প্রেমিক হিমাংশ

হিমাংশের সঙ্গে ব্রেক আপের পরেই নেহা ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি জানি, আমি একজন তারকা। কিন্তু আমিও তো একটা মানুষ। আজ একটু বেশিই ভেঙে পড়েছি। আর তাই আবেগটাকে ধরে রাখতে পারছি না। সেলিব্রিটিদের দুটো মুখ থাকে। একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। ব্যক্তিগত জীবনে যা ঘটুক কাজের জায়গায় মুখে সবসময়ই হাসিই দেখতে পাবেন।’

নেহা কাক্কর ও সাবেক প্রেমিক হিমাংশ

না এখানেই থেমে থাকেন নি ‘আঁখ মারে’র গায়িকা। আরও লিখেন, ‘সবাই এখন এই নিয়ে কথা বলবেন। জানি না কে কী বলবেন? যেগুলো আমি কখনও করিনি সেসব নিয়ে এখন মানুষ চর্চা করবেন। কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। সব কিছু শোনার আর সব কিছু সহ্য করার অভ্যাস আমার হয়ে গেছে।’’

বলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন নেহা। কিছু দিন আগেই তার কণ্ঠের  ‘দিলবার’ গানটি বেশ হিট হয়। আর এখন ‘সিম্বা’ ছবির ‘আঁখ মারে’ গানটিও সুপারহিট।

http://matinews.com/2018/12/17/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!