Monday, December 23
Shadow

রবি ঠাকুরের লাবণ্য পরীমনি

পরীমনিরবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের লাবণ্য চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি। উপন্যাসটির নামেই আট পর্বের একটি ওয়েব সিরিজ নির্মিত হবে। সেখানেই লাবণ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালনা করবেন হিমেল আশরাফ। গতকাল রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিনের অনুষ্ঠানে এই ঘোষণা দেন পরীমনি।

শেষের কবিতার লাবণ্য পরীমনির কাছে স্বপ্নের চরিত্র। তিনি বলেন, ‘এ পর্যন্ত উপন্যাসটি চারবার পড়েছি। ছোটবেলায় একবার পড়েছিলাম। তখন ভালোভাবে বুঝিনি। পরে যতবারই পড়েছি, ততবারই আরেকবার পড়ার লোভ হয়েছে। এরপর থেকে স্বপ্ন দেখতাম লাবণ্য চরিত্রে অভিনয় করার।’

কীভাবে সুযোগ হলো, এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘পরিচালক হিমেল আশরাফ আমাকে চরিত্রটি করার প্রস্তাব দেন। এরপর ভারতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম “আড্ডা টাইমস”-এর বাংলাদেশি প্রতিনিধি তরুণ মজুমদারের সঙ্গে চারবার মিটিং করেছি। এরপরই ওই চরিত্রে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়।’

শেষের কবিতা নিয়ে কাজটি করা প্রসঙ্গে তরুণ মজুমদার জানান, আড্ডা টাইমস বাংলাদেশে দর্শক তৈরি করতে চায়। ভালো কিছু দিয়ে শুরু করার জন্যই উপন্যাসটি বেছে নেওয়া হয়েছে। আড্ডা টাইমস-এর কর্ণধার ও প্রযোজক রাজীব মেহরা বলেন, ‘সিরিজটির প্রযোজক, পরিচালকসহ আমরা বেশ কয়েকবার আলোচনায় বসি। এরপর উপন্যাসটি নিয়ে কাজের সিদ্ধান্ত হয়।’

পরীমনিকে লাবণ্য চরিত্রে বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘স্বপ্নজাল সিনেমার শুভ্রা চরিত্রের মধ্যে কখনো কখনো লাবণ্যকে পেয়েছি। তাই ভেবেছি, চরিত্রটিতে পরীমনিকেই মানাবে।’

আগামী ১ ডিসেম্বর শেষের কবিতার শুটিং শুরু হবে। আগামী বছর ভালোবাসা দিবসে প্রথম পর্ব আড্ডা টাইমস-এ উঠবে। এক পর্বের দৈর্ঘ্য ১৫ মিনিট। শেষের কবিতা ওয়েব সিরিজের নাট্যরূপ দিয়েছেন মুনতাহা বৃত্ত ও ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!