Saturday, May 4
Shadow

উজ্জ্বল কেরিয়ার সত্ত্বেও ঝুঁকি নিয়ে বলিউডে সিনেমা করতে এসেছিলেন

বলিউড ভাল ছাত্র। পরীক্ষায় খুব ভাল মার্কস রয়েছে। সামনে উজ্জ্বল কেরিয়ার। কিন্তু মনের সুপ্ত বাসনা, বলিউডের অভিনেতা হবেন। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী বলিউডে আছেন, সফল কেরিয়ার ছেড়ে যাঁরা চলে এসেছিলেন কেবল অভিনয় করবেন বলেই। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কিছু অভিনেতা-অভিনেত্রীদের কেরিয়ারের গল্প।

বলিউডে পা রাখার আগে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তাপসী পান্নু। দিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন ‘পিঙ্ক’-এর অভিনেত্রী। কিন্তু চাকরি করলে কী হবে? মন যে তাঁর পড়েছিল সিনেমায়। আর তাড়াতাড়ি ডাকও চলে এসেছিল বলিউড থেকে।

সোনাক্ষী

সলমনের সঙ্গে ডেবিউ করেন সোনাক্ষী সিংহ। মুম্বইতেই আর্য বিদ্যা মন্দিরে পড়াশোনা শুরু করেন অভিনেত্রী। কলেজ জীবনে সোনাক্ষীর পড়াশোনা এসএনডিটি উইমেনস ইউনিভার্সিটি-তে। তবে সোনাক্ষী কস্টিউম ডিজাইনার হিসেবেই বলিউডে পা রেখেছিলেন। আর তার অনেক পরে অভিনেত্রী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!