'বিগ বস' সেটে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব - Mati News
Monday, January 5

‘বিগ বস’ সেটে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব

ভারতের টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বসে’ বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিয়েছেন আরেক অভিনেতা। ওই অভিনেতার নাম রাহুল বৈদ্য। আর যাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি হলেন হিন্দি টেলিভিশন তারকা দিশা পারমার।

মঙ্গলবার দিশার জন্মদিন উপলক্ষে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহুল। প্রকাশ্যে এসেছে সেইদিনের এপিসোড।আর তাতেই উচ্ছ্বসিত নেটিজেনরা।

এই রিয়েলিটি শো থেকেই রাহুলের উত্থান। ‘ইন্ডিয়ান আইডল ১’-এর অন্যতম ফাইনালিস্ট ছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একাধিক অ্যালবামও প্রকাশ করেছেন।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল রাহুলের সিঙ্গল ‘ইয়াদ তেরি’। তাতে নায়িকা ছিলেন দিশা। সেই থেকেই দু’জনের ঘনিষ্ঠতা। যা নিয়ে এর আগেও গুঞ্জন শোনা যায়। রটনা কে ঘটনা হিসেবে স্বীকৃতি দিলেন রাহুল। এবার প্রেমিকার উত্তরের প্রতীক্ষায় রয়েছেন তিনি।

রিয়েলিটি শো এর ১১ নভেম্বরের এপিসোডের এই অগ্রিম চমক বেরুতেই আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। ট্রেন্ডিং হয় দিশা পারমারের নাম। অনেকে দিশাকে ‘ভাবিজি’ হিসেবে ডাকতেও শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *