জন্মদিনে বিদ্যা সিনহা মিমের দুই খবর - Mati News
Friday, December 5

জন্মদিনে বিদ্যা সিনহা মিমের দুই খবর

বিদ্যা সিনহা
বিদ্যা সিনহা

আজ বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। প্রতিবারের মতো এবারও ঘরোয়া পরিবেশে পালন করবেন দিনটি। এবারের জন্মদিনে দুটি স্পেশাল খবর জানা গেল মিমের। একটি দিলেন অভিনেত্রী নিজে, অন্যটি দিলেন তাঁর মা ছবি সাহা

 

বিয়ের কেনাকাটা শুরু!

জন্মদিনে মেয়েকে কী গিফট দেবেন? জানতে চাইলে ছবি সাহা জানালেন খুশির খবর, ‘[ফিসফিস করে] মিম পাশে আছে। দাঁড়ান, একটু দূরে যাই।’ এরপর, ‘অনেক দিন থেকে মিমের ইচ্ছা পায়ে সোনার নূপুর পরবে। কিন্তু আমাদের হিন্দু সমাজে সোনার নূপুর পরাটা ভালোভাবে দেখা হয় না। আমি সব সময় মিমের ইচ্ছার প্রাধান্য দিয়েছি। এবারের জন্মদিনে ওর জন্য সোনার একটি নূপুর কিনেছি। কিনেছি একটি সোনার টিকলিও। অবশ্য এর কারণও আছে। আগামী বছরই মিমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আগে থেকে কেনাকাটা শুরু করেছি। নূপুর আর টিকলি মিমের বিয়ের প্রথম কেনাকাটা।’

তাহলে কে হতে যাচ্ছেন মিমের বর? ‘এখনই সব বললে তো হয়ে গেল। আর কিছুদিন যাক না! মেয়েকে তো আর চুরি করে বিয়ে দেব না। অবশ্যই সবাই জানবে।’

 

টালিগঞ্জে নতুন ছবি

গতকাল গাজীপুরে ‘সাপলুডু’ ছবির শুটিংয়ের ফাঁকে মিম জানালেন, ডিসেম্বরে কলকাতা যাবেন। সেখানকার লোকাল প্রডাকশনের একটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত, শুধু সাইনিং বাকি। ভারতে এর আগে ‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান’ ছবিগুলোতে দেখা গেছে মিমকে। প্রতিটিই ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার। অবশ্য ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান’-এর শুটিং শুরু হয় যৌথ প্রযোজনার ছবি হিসেবে, বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা বদলে যাওয়ায় পরে ছবি দুটির মালিকানা হয় ভারতের। পরে আমদানি করে এনে দেশে প্রদর্শিত হয় ছবি দুটি। সে হিসেবে এবারই প্রথম খাঁটি ভারতীয় ছবিতে অভিনয় করবেন মিম। ভীষণ খুশি এই অভিনেত্রী, “অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতার একক প্রযোজনায় কাজ করব। অনেক প্রস্তাবও ছিল। বিশেষ করে ‘ইয়েতি অভিযান’ করার সময় বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু শিডিউলের টানাপড়েনে করতে পারিনি। এবার অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সেখানকার নতুন এক পরিচালকের ছবি এটি। ভারত থেকে ফিরেই ছবি, পরিচালক ও নায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *