Monday, December 23
Shadow

‘দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন’ : বুবলী

বুবলীচলচ্চিত্রের পরিচিত মুখ শবনম ইয়াসমিন বুবলী বর্তমানে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজধানীর বিভিন্ন লোকেশনে গত মাস থেকে টানা এ ছবির শুটিং চলছে। ছবিটিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে কাজ করছেন তিনি। বুবলী বলেন, এ ছবির শুরু থেকে এ পর্যন্ত খুব নিখুঁতভাবে কাজ হচ্ছে। এককথায় বলতে গেলে পাসওয়ার্ডে থাকবে নানা চমক। এতে আমি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আর সেই অ্যাকশনগুলো অন্য ছবি থেকে হবে ভিন্ন। সেসূত্রে দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন।

কাহিনীতে অনেক সাসপেন্স পাবেন তারা। বিশেষ করে বাড়ির সেটে এবং বাইরে বেশকিছু জায়গায় নতুনত্ব পাওয়া যাবে। এ প্রথম গুণী নির্মাতা মালেক আফসারীর সঙ্গে কাজ করছেন বুবলী।

এর অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, উনি অনেক মেধাবী একজন নির্মাতা। আগে তো জেনেছি এবং শুনেছি। এবার কাজ করতে গিয়ে বুঝতে পারলাম যে, সত্যিই অনেক কিছু শেখার আছে আফসারী ভাইয়ের কাছে। এছাড়াও ছবির পুরো টিমের প্রশংসা আমি করতে চাই। পাসওয়ার্ডের সহশিল্পী, সেট ডিজাইন, মেকআপ, পরিচালক, সহকারী পরিচালক সকলেই বেশ পরিশ্রমী। আর শাকিব খান? এর উত্তরে বুবলী বলেন, তিনি তো নাম্বার ওয়ান এবং একজন অভিনয়শিল্পী হিসেবে তার কাছে নিয়মিতই শিখতে পারছি আমি। তিনি একটা ছবিকে দর্শকের কাছে ভালো করার জন্য অনেক পরিশ্রম করেন। তার সঙ্গে কাজ করতে পারাটাও একজন শিল্পী হিসেবে সৌভাগ্যের বিষয়। আর প্রথম ছবি থেকেই আমাদের দুজনকে জুটি হিসেবে গ্রহণ করে নিয়েছেন দর্শকেরা।

ফলে একের পর এক ছবিতে দুজনের জুটি হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। দর্শকদের চাহিদা ছাড়া এতগুলো ছবিতে টানা কাজ করা সম্ভব ছিল না। এ কারণে দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। আর ভালো গল্পের প্রতি দুর্বলতা আমার সবচেয়ে বেশি। তাই নতুন এ কাজটি নিয়ে আমি আশাবাদী। ‘পাসওয়ার্ড’ ছবিটি দেখলে দর্শকরা তা বুঝতে পারবেন। বলতে গেলে আমরা পুরো টিমই দর্শকদের একটি ভালো ছবি উপহার দেয়ার   জন্য খাটছি। এ ছবিতে কেমন চরিত্রে বুবলীকে দর্শকরা দেখতে পাবেন? এর জবাবে তিনি বলেন, চরিত্রটি নিয়ে বেশিকিছু বলতে চাই না। শুধু বলব, এটা একটা মিশনের গল্প। আর এতে আমার চরিত্রে নানান চমক থাকবে।

সবকিছু এখানে বলে দিতে চাই না আমি। প্রসঙ্গত. গত ঈদে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করে বুবলী দারুণ প্রশংসা পান। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে তিনি এ যাবৎ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’। তাদের অভিনীত সাতটি ছবি এরইমধ্যে মুক্তি পেয়েছে। বুবলী বলেন, আমার ভালো ছবিতে কাজের চেষ্টা থাকে সবসময়। কতটুকু পেরেছি তা দর্শক বিচার করতে পারবে। তবে এমনিতে অনেক কাজের প্রস্তাব পেলেও বুঝেশুনে ভালোকিছুই দর্শকদের উপহার দিতে চাই।

আর বাজে পরিবেশ ও আরো নানা কারণে সিনেমা হলে দর্শকবিমুখতাসহ যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সে বিষয়ে কি বলবেন? উত্তরে বুবলী বলেন, আমি নিজেই এখানে বেশিদিন হয়নি কাজ করা শুরু করেছি। তবে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে অবশ্যই সেগুলো সমাধানের রাস্তা আমাদের বের করতে হবে। এজন্য চলচ্চিত্রের সিনিয়র প্রযোজক, প্রদর্শক, পরিচালক ও শিল্পীরা রয়েছেন। আমি ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি মাত্র। তবে আমাদের ভালো ছবির সংখ্যা আরো বাড়া উচিত।

https://www.youtube.com/watch?v=-YXL0YZsNxU

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!