Monday, December 23
Shadow

বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’

বৈশাখে জোভান-টয়ার

 

বৈশাখে জোভান-টয়ার ‘ডিটেকটিভ লাভ’

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’। রণক ইকরামের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাস, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ।

নাটকে জোভান অভিনয় করেছেন শখের গোয়েন্দার চরিত্রে। অন্যদিকে, নিজের পাতানো প্রেম ভাঙতে গোয়েন্দা জোভান ও ফয়সালের দ্বারস্থ হন টয়া। এরপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনকি এক পর্যায়ে টয়ার জন্য জোভানকে বন্দী হয়ে সেদ্ধ আলু পর্যন্ত খেতে হয়! ভরপুর হাসির এই নাটকটি নাগরিক টিভিতে প্রচারের পর সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ১৩ এপ্রিল রাত ১০ টায়।
শিউলী আক্তারের প্রযোজনায় নাটকটি ফ্যাক্টর থ্রি সলিউশনের তত্ত্বাবধানে নির্মিত নাটকটির চিত্রগ্রহণ করেছেন সানি খান, সম্পাদনা করেছেন মোহাম্মদ মাহিন। নতুন এই নাটক প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, ‘কাজটি করে অনেক এনজয় করেছি। কাজ করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। দর্শকরা প্রচুর মজা পাবে।’

অন্যদিকে, টয়া বলেন, ‘মোহন আহমেদের সঙ্গে অল্পদিনে বেশ ক’টি কাজ করে ফেলেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। কারণ এটি কমেডি ঘরানার। দর্শকদের জন্য এই নাটকে প্রচুর মজা আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!