মাত্র ৯০ সেকেন্ডে ব্যাংকলুট (ভিডিও) - Mati News
Friday, December 26

মাত্র ৯০ সেকেন্ডে ব্যাংকলুট (ভিডিও)

ভারতের দিল্লিতে একটি ব্যাংকে মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই ক্যাশিয়ারকে খুন করে তিন লাখ রুপি লুট করেছে ডাকাতরা। কর্তৃপক্ষ বলছে দিল্লিতে গত এক দশকের মধ্যে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

শুক্রবার বিকেলে দিল্লির ছাওলা এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত ছয় যুবক ব্যাংকে ঢুকে সিকিউরিটির কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। এরপর ক্যাশের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এক পর্যায়ে ক্যাশের ভেতরে ঢুকে টাকা নিয়ে বেরিয়ে যান।

পুলিশ জানায়, ডাকাতির সময় ১০ জন গ্রাহক  ও ৬ জন ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। প্রথমে তারা ব্যাংকের ক্যাশিয়ার সন্তোশের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে পরপর দুটি গুলি করে তাকে।

ওই ক্যাশিয়ারকে পরে পাশের একটি হাসপাতালে নেয়া হলে তিনি আগেই মারা গেছেন বলে জানায় চিকিৎসক।

এদিকে পুলিশ বলছে, একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করা হয়েছে। চেষ্টা চলছে গ্রেপ্তারের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *