Monday, December 23
Shadow

মাহফুজ ইমরানের কথা ও সুরে জাহিদ-রুনিতা’র কৃঞ্চ-রাধা

মাহফুজ ইমরানের কথা ও সুরে জাহিদ-রুনিতা’র কৃঞ্চ-রাধা 
সম্প্রতি রিলিজ হলো ভারতীয় জনপ্রিয় জুটি জাহিদ খান-রুনিতার প্রেমের কৃঞ্চ-রাধা গানটি। গানটির কথা ও সুর করেছেন দুই বাংলার জনপ্রিয় গীতিকার ও সুরের জাদুকর মাহফুজ ইমরান।
ভারতীয় জনপ্রিয় শিল্পী ও কম্পোজার নাজমুল হকের দুরন্ত কম্পোজিশনে জাহিদ খান রুনিতা দুর্দ্দান্ত গেয়েছেন। কলকাতার পরিচালক সৌরভ মুখপাধ্যায় এর সুনিপুন নির্মাণ এ গানটিতে মডেল হয়েছেন সবুজ খান ওও নিশা।
সাগরপাড়ের মনোমুগ্ধকর পরিবেশে মনোরম দৃশ্যাবলি ভালোই লাগবে আশা করি। ভিন্ন ধাচের কথায় ভিন্ন স্টাইলের সুর কম্পোজ এ গায়কি সহ সব মিলিয়ে বর্তমান সময়ের যুগোপযোগী গানটি নিয়ে পুরো টিম খুব আশাবাদী। গানটি শুনে দেখুন আশা করি সবার কাছে ভালো লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!