মাহির সংগ্রহে ৫০০ মিনিয়ন!
Friday, December 5

মাহির সংগ্রহে ৫০০ মিনিয়ন!

মাহিরসবারই কিছু না কিছু শখ থাকে। শখের বশে অনেকে অনেক কিছু সংগ্রহও করে। কেউ ডাকটিকিট, কেউ বা মুদ্রা, তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি শখের বশে সংগ্রহ করেছেন কার্টুন ক্যারেক্টার মিনিয়ন। ‘ডিসপেকেবল মি’ অ্যানিমেশন ফিল্মের সেই ক্যারেক্টার একটি কিংবা দুটি নয়, গুনে গুনে পাঁচশরও বেশি মিনিয়ন আছে মাহির। তাও বিভিন্ন আকৃতির, বিভিন্ন ঢঙের।

মাহির শখ

দেশ ও বিদেশ থেকে যখনই মিনিয়নদের দেখা মিলেছে, তা সংগ্রহ করেছেন মাহি। শুটিং করার সময় সাথে একটি মিনিয়ন তো থাকা চাই-ই চাই। মজার ব্যাপার হলো মাহি’র প্রিয় ওয়াটার পটটাও মিনিয়নদের আদলে গড়া। শুধু কি ওয়াটার পট! মাহির ব্যাগও মিনিয়ন ব্যাগ। আর এসব সঙ্গে নিয়ে মাহি শুটিংয়ে আসেন। মিনিয়নের সঙ্গে মাহির সেলফির সংখ্যা নেহাত কম নয়। ফেসবুকে মিনিয়নের সঙ্গে মাহির দৈনন্দিন সেলফি দেখলেই বোঝা যায় মিনিয়নের দারুণ ভক্ত মাহি।

এ প্রসঙ্গে মাহি জানালেন ‘আমি মিনিয়ন অনেক ভালোবাসি। কিন্তু কেন মিনিয়ন এত পছন্দ করি সেটা আমি নিজেও জানি না।’

বাংলায় শিশুদের জন্য শিক্ষামূলক ও মজার ভিডিওর জন্য সাবসক্রাইব করুন এই চ্যানেল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *