মা হতে চলেছেন সুরবীন - Mati News
Friday, December 5

মা হতে চলেছেন সুরবীন

সুরবীন
সুরবীন

কয়েক মাস আগে নিজের বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুরবীন চাওলা। বলেছিলেন, দুই বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার জানালেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সুন্দরী।

গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গর্ভধারণের খবর দেন সুরবীন। ইনস্টাগ্রামে একটি আদুরে ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, ‘জীবন যা চায়, তাই হয়; যখন চায়, তখনই হয়। এবং ঠিক এখন, এই মুহূর্তে যা হতে চলেছে, আমাদের পৃথিবীকে আরো সুন্দর ও আশীর্বাদপুষ্ট করতেই তা হতে চলেছে! হ্যাঁ, অলৌকিক কিছু হতে চলেছে আর তার নাম জীবন! দুটো পুঁচকে পা বেড়ে উঠছে।’

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সুরবীন বলেন, ‘এটা অসাধারণ সুন্দর অনুভূতি, আর এটা আমার ও অক্ষয়ের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই জীবন সুন্দর হলো।’ তিনি আরো বলেন, ‘এখন প্রতিটি পদক্ষেপই দেখেশুনে চলি। মাতৃত্ব আমার কাছে একটা অনুভূতি, যা ভেতরে জন্মায়, ভেতরের জীবনটার সঙ্গে জন্মায়।’

২০১৫ সালে ব্যবসায়ী অক্ষয় থাক্কারকে বিয়ে করেন সুরবীন চাওলা। পরিবারের লোকজন ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সে বিয়ে হয়। তবে এ ব্যাপারে জানাজানি হয়নি। গত বছর হঠাৎ করেই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের ঘোষণা দেন সুরবীন।

একতা কাপুরের ‘কাহিন তো হোগা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় সুরবীন চাওলার। এরপর ‘কসৌতি জিন্দেগি কে’ ও ‘কাজল’ ধারাবাহিকে কাজ করেন তিনি।

‘হাম তুম শাবানা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় সুরবীনের। এরপর ‘হেট স্টোরি-২’, ‘আগলি’ ও ‘পারচেড’ চলচ্চিত্র দিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। সূত্র : ডিএনএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *