যুক্তরাজ্যে গহরপুর দেওয়ানবাজার ট্রাস্ট ইউকে’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় লন্ডনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা গত ২২ নভেম্বর সন্ধ্যারাতে দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে কন্যাশিশুর ওপর বর্বর পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে বক্তারা এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
সভায় বক্তারা পাশবিক নির্যাতনের ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে মানববন্ধন, প্রতিবাদ সভাসহ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবার জন্য সচেতন দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
ট্রাস্টের ট্রাস্টি মো. ফয়সল আলম ও সুহেল আহমদ জানিয়েছেন, সভায় ট্রাস্টের ট্রাস্টি ফয়ছল আলম, মো. আশিকুর রহমান, মো. শামিম খাঁন, মো. সুহেল আহমদ, সামসুল হক, সিতাব আলী, শাহাব উদ্দিন লালা, খিজির আহমদ, আনহার আলী ইয়াকুব, কবির আহমদ ও মাওলানা মো. শাহজাহান (ইব্রাহিমপুর) বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।