যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আইরিশ গায়িকা - Mati News
Friday, December 5

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আইরিশ গায়িকা

ইসলামসুপরিচিত আইরিশ গায়িকা সিনিড ও’কনর ঘোষণা দিয়েছেন যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফলে তিনি নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন ‘শুহাদা’। খবর বিবিসি।
টুইটারে দেওয়া এক বার্তায় শুহাদা বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি গর্বিত। মুসলিম হতে তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন।
সিনিড (বর্তমান নাম শুহাদা) বলেছেন, তার এই সিদ্ধান্ত যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি।
টুইটার বার্তায় আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়।
১৯৯০ সালে রিলিজ হওয়া ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্যে তিনি সবচেয়ে সুপরিচিত। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এই গানটি। শুহাদা নিজের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে যে তিনি আজান দিচ্ছেন।
বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, গায়িকা সিনিড ও’কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।
১৯৬৬ সালে আয়ারল্যান্ডে জন্ম গ্রহণ করেন তিনি। তিনি বেশ কয়েকটি ছবিতেও গান গেয়েছেন। যেগুলোর মধ্যে অন্যতম হলো- দ্যা বুচার বয়, ইমেলি বরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *