শাকিব খান বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেতা। তবে এখন টেলিভিশন খুললেই শাকিবকে দেখা যায় ‘বেশি বেশি…’ শাকিব ঢাকা ছাপিয়ে নিজেকে পৌঁছে দিয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকদের নিকট। দুই বাংলায় শাকিবের এখন গণিত ভক্ত। সাম্প্রতিক সময়ে অভিনয় আর মডেলিংয়ে বেশ বৈচিত্রময় লুকে পাওয়া গেছে তাঁকে। এবার দেখা যাবে শাকিবকে পৌরাণিক চরিত্রে।
কিছুদিন আগেই জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব শাকিবকে হাজির করেন একদম নতুন চেহারায়। বাংলালিঙ্কের ওই বিজ্ঞাপনটি শুধু জনপ্রিয়ই হয়নি, এখনো টিভি খুললেই কানে বাজে ‘বেশি বেশি, খুশি খুশি…’ আবারও শাকিবকে বিজ্ঞাপনে নিয়ে আসছেন আদনান আল রাজীব। মাত্র ক’মাসের ব্যবধানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দু’জন।
কিন্তু এবার হারকিউলিস কেন? কিসেরইবা বিজ্ঞাপন। সে কথা এখন বলতে বারণ? মোটেও না। শাকিব করছেন ওরাল রিহাইড্রেশন সল্ট ওরস্যালাইনের বিজ্ঞাপন। গতকাল সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে শুটিং।
রাজীব বলেন, বৃষ্টির কারণে শাকিব খানের অংশের পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। আরও একদিন শুটিং করতে হবে। সেসবের প্রস্তুতি নেওয়া আছে। আজ মঙ্গলবার শুটিং সম্পন্ন হলেই মোটামুটি ক্যামেরার কাজ শেষ। শাকিব এই বিজ্ঞাপনের মাধ্যমে দেশের প্রত্যকে ঘরে ঘরে সামাজিক বার্তা পৌঁছে যাবে।
আদনান আল রাজীব কালের কণ্ঠকে বলেন, বিজ্ঞাপনে পৌরাণিক একটা চরিত্রে শাকিব খানকে আমরা দেখব। দেখে মনে হবে, অনেক শক্তিশালী একজন, অনেকটা হারকিউলিসের মতো। যার দ্বারা অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। এটার বিশ্বাসযোগ্যতার জন্য প্রয়োজনীয় সেট বানিয়েছি। পোস্ট প্রোডাকশনের কাজ দেশের বাইরে করবো।
শাকিব প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকসের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন, করেছেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপনচিত্র। সর্বশেষ বাংলালিংকের বিজ্ঞাপন।