Monday, December 23
Shadow

কবিতা নিয়ে কাজ করতে চাই : শারমিন লাকী

শারমিন লাকীসফল মডেল ও উপস্থাপিকা শারমিন লাকী। অনেকদিন কোনো সংবাদে নেই তিনি। তবে মডেল ও উপস্থাপিকা হিসেবে সবাই তাকে চিনে থাকলেও বহু গুণের অধিকারী এই মডেল। ক্যামেরার নেপথ্যে থেকে বিজ্ঞাপনের ভয়েজ ওভারেরও কাজ করেন প্রচুর। বিশেষ দিবস এলে তিনি কবিতা আবৃত্তিতে অংশ নেন।

এদিকে, আরটিভিতে তার উপস্থাপনায় নিয়মিত প্রচার হচ্ছে রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’।

তাছাড়া কী কাজ করছেন তিনি? জানতে চাইলে শারমিন লাকী বলেন, প্রথমে বলতে চাই কবিতা এখনো মৃত শিল্প না। সামনে কবিতা নিয়ে কাজ আরো করতে চাই। মাস তিনেক আগে ‘সিলন টি কবিতা প্রহর’ নামে ইউটিউবে আমার আবৃত্তি করা একটি কবিতা ভিডিও হিসেবে প্রকাশ হয়েছে।

এর ক্যামেরায় ছিলেন নিখিল সাহা এবং আমার পাশাপাশি এটি পরিচালনা করেছেন রাশিদ খান।

এদিকে, কবি হেলাল হাফিজের ‘যাতায়াত’ নামে এ কবিতাটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। তবে এত সাড়া পাব বুঝিনি। এজন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটোর প্রধান নির্বাহী রাশীদ খান এবং নওশাদ ভাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। ঢাকার বাইরের একটি মনোরম লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে।

এদিকে, এর আগে, শারমিন লাকী বিভিন্ন পরিচালকের নির্দেশনায় ‘ইগলু ফিরনি’, ‘বেঙ্গল প্লাস্টিক’, ‘আরসি’সহ আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!