সিয়ামের নতুন অত্যাচার! - Mati News
Friday, December 5

সিয়ামের নতুন অত্যাচার!

সিয়ামএই অত্যাচারও সহ্য করতে হবে! ‘পোড়ামন ২’ ছবির ভক্তরা নড়েচড়ে বসুন। নতুন ছবিতে নায়ক সিয়াম আহমেদ নাকি দর্শকদের অত্যাচার করেই ছাড়বেন। অভিনয়ের পাশাপাশি গানও শোনা যাবে সিয়ামের কণ্ঠে! এটাই নাকি ‘অত্যাচার’ হতে পারে ভক্তদের জন্য-এমন ধারণা এই নায়কের।

গত বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি দিলেন সিয়াম। বললেন, ‘জীবনে প্রথম অফিশিয়ালি কোনো গানে কণ্ঠ দিলাম, যেটা খুবই অসম্ভব একটা ঘটনা ছিল। আপনারা ভয় পাবেন না। যাঁরা ভয় পাচ্ছিলেন যে এই অত্যাচারও সহ্য করতে হবে সিয়ামের কাছ থেকে, তাঁদের বলি, আমি শুধু র‍্যাপ অংশটা করেছি।’

ছোট পর্দার অভিনেতা সিয়াম বড় পর্দায় এসে সগৌরবে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বলছে, টানা ১৪ সপ্তাহ ধরে অন্তত ২০টি সিনেমা হলে চলছে সিয়াম-পূজার পোড়ামন ২। এই জুটির পরবর্তী ছবি দহন। পরিচালনা করছেন পোড়ামন ২ চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি। এর একটি গানেই র‍্যাপ করলেন সিয়াম। গানের নাম ‘মাতাল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *