লেবানন থেকে ইসরায়েলি ভূখন্ডে অনুপ্রবেশ করা হিজবুল্লাহ’র সুড়ঙ্গপথ সনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তারা। খবর এএফপি’র।
ইসরাইলি সেনা মুখপাত্র জোনাথন কনরিকাস জানান, সনাক্ত করা সুড়ঙ্গপথগুলো এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। তবে কতগুলো সুড়ঙ্গপথ সনাক্ত করা হয়েছে বা তারা এগুলো কিভাবে ধ্বংস করবে সে ব্যাপারে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
কনরিকাস জানান, ইসরাইলি ভূখন্ডে সকল অভিযান চালানো হবে। এতে শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ’র সাথে উত্তেজনা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বাহিনী গাজা থেকে আসা এসব সুড়ঙ্গপথ ধ্বংসে বা বন্ধ করে দিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে।
আরও পড়ুনঃ ‘অবৈধ বাংলাদেশি’ ধুয়া তুলে এবার বেঙ্গালুরুতেও বাঙালি তাড়ানোর পাঁয়তারা
সোমবার রাতে ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাক্ষাতের পর এ অভিযানের ঘোষণা দেয়া হয়।
ইরাইলের প্রধান শত্রু ইরান হিজবুল্লাহ’র সমর্থনকারী দেশ।