ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা চীনের নতুন মলিউকিউলে - Mati News
Saturday, January 10

ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা চীনের নতুন মলিউকিউলে

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা ক্যান্সারের নির্ভুল চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী একটি মলিকিউল তৈরি করেছেন, যা টিউমারের ভেতরে কাজ করে রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সক্রিয় করতে পারে। গবেষকদের ভাষায়, এটি এক ধরনের ‘ইন্ট্রাটিউমোরাল ভ্যাকসিন’, যা ক্যান্সার কোষের ইমিউন দমন ক্ষমতা নষ্ট করার পাশাপাশি শরীরের বিদ্যমান রোগ-প্রতিরোধ স্মৃতিকে টিউমারের বিরুদ্ধে কাজে লাগায়।

শেনচেন বে ল্যাবরেটরি ও পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত এক গবেষণায় এ সাফল্যের কথা জানায়। গবেষণায় বলা হয়, যদিও ইমিউন চেকপয়েন্ট ব্লকেড থেরাপি ক্যান্সার চিকিৎসায় বিপ্লব এনেছে, তবুও বহু রোগীর ক্ষেত্রে এটি কার্যকর হয় না। কারণ অনেক ক্যান্সার কোষের জিনগত পরিবর্তন কম হওয়ায় সেগুলো ইমিউন সিস্টেমের নজর এড়িয়ে যায়।

এই সমস্যার সমাধানে গবেষকেরা ব্যবহার করেছেন ‘বাইস্ট্যান্ডার টি সেল’—যা সাইটোমেগালোভাইরাসের মতো সংক্রমণের ফলে তৈরি হলেও সাধারণত নিষ্ক্রিয় থাকে। চীনা বিজ্ঞানীরা একটি কৃত্রিম অণু তৈরি করেন, যার নাম ‘আইভ্যাক’। এটি একদিকে টিউমার কোষের পিডি-এল১ প্রোটিন ধ্বংস করে ইমিউন সিস্টেমের বাধা সরিয়ে দেয়, অন্যদিকে ক্যান্সার কোষের গায়ে ভাইরাসের অ্যান্টিজেন যুক্ত করে।

ফলে শরীরে আগে থেকেই থাকা অ্যান্টি-ভাইরাস টি-সেলগুলো টিউমারকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ শুরু করে। প্রাণী মডেল ও রোগীর টিউমার নমুনায় এই পদ্ধতিতে শক্তিশালী অ্যান্টি-ক্যান্সার প্রভাব দেখা গেছে। গবেষকেরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তিকে ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *