মেয়েদের সম্পর্কে না জানা কিছু তথ্য - Mati News
Saturday, December 13

মেয়েদের সম্পর্কে না জানা কিছু তথ্য

মেয়েদেরমেয়েদের সম্পর্কে জানার আগ্রহ আছে সকলের। রহস্যের ভান্ডার বলা হয় তাদের। সেই রহস্যমহী নারির কিছু অজানা তথ্য জানবো আজ।

(১) মেয়েরা তাদের পুরো  জীবনে গড়ে ২ থেকে ৩ কেজি লিপস্টিক খেয়ে থাকে।
(২) মেয়েরা ঐ মানুষকে সহজে বিশ্বাস করে যে তাকে কমপক্ষে ১৫ সেকেন্ড পর্যন্ত জড়িয়ে ধরে রাখতে পারে।
(৩) মেয়েরা গড়ে পুরুষের থেকে কম হেঁচকি দেয়।
(৪) গড়ে মেয়েরা বছরে ৩০ থেকে ৬৪ বার কান্না করে যেখানে পুরুষরা কান্না করে বছরে ৬ থেকে ১৭ বার।
(৫) পুরুষরা গড়ে দিনে ৬ বার মিথ্যা কথা বলে যা মেয়েদের থেকে দুই গুন বেশি।
(৬) পৃথিবীতে মহিলাদের প্রথম সফল ভাবে গর্ভ স্থানান্তর করা হয় ২০১৩ সালে।
(৭) চীনে যে সব নারীর বিয়ে হয় নাই এবং তাদের বয়স ২০ অথবা ৩০ পার হয়ে গেছে তাদেরকে বলা হত ‘শেংনু’ যার মানে হল শেষ হয়ে যাওয়া নারী।
(৮) এডা লাভলেস প্রথম কম্পিউটার প্রোগ্রামার। যিনি একজন মহিলা।
(৯) মহিলারা প্রতিদিন ২০,০০০ শব্দ কথা বলে যা গড় পুরুষদের থেকে ১৩,০০০ শব্দ বেশি।
(১০) রাশিয়াতে পুরুষের থেকে নারী ৯০ লাখ বেশি।
(১১) পৃথিবীর সবচেয়ে ধনী নারী ক্রিস্টি ওয়াল্টন যার সম্পদের পরিমান ৪১.৭ বিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *