Sunday, December 22
Shadow

শাহরুখ খানের এ তথ্যগুলো আগে জানতেন?

শাহরুখ খান। বলিউডের বাদশা আজ ৫৩ পেরোলেন। দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া থেকে চলতি বছরের শেষে জিরো। কিং খানের জার্নি চলছে। কিন্তু তাঁর জীবনের বেশ কিছু না জানা দিকও রয়েছে, যেমন চাঁদের মাটিতে নাকি তাঁর নামে জমিও রয়েছে। এরকমই কিছু তথ্য জেনে নেওয়া যাক।

শাহরুখ খান। বলিউডের বাদশা আজ ৫৩ পেরোলেন। দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া থেকে চলতি বছরের শেষে জিরো। কিং খানের জার্নি চলছে। কিন্তু তাঁর জীবনের বেশ কিছু না জানা দিকও রয়েছে, যেমন চাঁদের মাটিতে নাকি তাঁর নামে জমিও রয়েছে। এরকমই কিছু তথ্য জেনে নেওয়া যাক।

১৯৯৮ সালে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ। কিন্তু তিনি মঞ্চে ডেকে নেন সলমনকে। বলেন, এ পুরস্কার সলমনের প্রাপ্য। সলমন আরও ভাল অভিনেতা। সলমনকেই কৃতজ্ঞতা সংক্রান্ত বক্তব্য পেশ করতে বলেন।

এসআরকে-র ৫৫৫ নম্বর নিয়ে এক ধরনের পাগলামিই রয়েছে বলা চলে। সব গাড়ির নম্বর, ফোন নম্বর, এমনকি তাঁর নিরাপত্তারীদের অনেকের ফোন নম্বরেও ৫৫৫ রয়েছে।

মালয়েশিয়া থেকে পেয়েছেন নাইটহুড সম্মান।

হলিউডের টম ক্রুজ বা জনি ডেপের থেকেও বেশি ধনী শাহরুখ খান, বলছে সমীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!