Thursday, May 9
Shadow

সাহসী হতে চান?

সফল হওয়ার জন্য সাহসের বিকল্প নেই। নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে ও ইচ্ছের বিরুদ্ধের যেকোনো কাজকে না বলার জন্যও প্রয়োজন অনেক সাহস। তাই সাহসী হওয়ার কয়েকটি উপায় জেনে নিন-

১. দায়িত্ব গ্রহণে দ্বিধাহীন হতে হবে। পরিস্থিতি যতই প্রতিকূলে থাকুক না কেন, পিছপা হওয়া যাবে না। সাফল্য অর্জন নিয়ে ভাবলে পিছিয়ে পড়বেন। তাই সত্যিকারের সাহসী হতে দ্বীধাহীনভাবে দায়িত্ব গ্রহণ করুন।

২. নিজ নেতৃত্বে আস্থা রাখতে হবে। আপনি তখনই একজন সাহসী মানুষ হয়ে উঠবেন যখন নেতৃত্ব দিতে শিখবেন। নিজের উপর নিজের আস্থা রাখতে হবে যাতে অন্যারাও আপনার উপর আস্থা রাখতে পারে।

৩. ধৈর্যধারণ করতে শিখুন। যে কোনো কাজে সফল হওয়ার মূলমন্ত্র হলো ধৈর্য ধারণ করা। চাইলেই আপনি রাতারাতি একজন সাহসী মানুষে পরিণত হয়ে যেতে পারবেন না। নিজের সাহসিকতা প্রকাশের জন্য চাই উপযুক্ত কারণ ও অনুকূল পরিবেশ। তাই প্রতিকূল পরিবেশে অধৈর্য হবেন না। উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন।

৪. আবেগ প্রকাশে নির্ভিক হতে হবে। সাহসী ব্যক্তির সব থেকে বড় গুণ হলো, তারা আবেগ প্রকাশে ভয় পান না। অন্যের প্রতি নিজের মনোভাব তারা সরাসরি প্রকাশ করে থাকেন। এতে কে কি ভাবল? তা নিয়ে তারা বিচলিত হন না।

৫. না বলতে শিখুন। কাছের মানুষ কিংবা উচ্চ পদস্ত কোন কর্মকর্তার ভয়ে অনেকে না বলার সাহসটা হারিয়ে ফেলেন। ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে কেউ যেন আপনাকে বাধ্য করতে না পারে। তাই যথাসময়ে না বলার সাহসটা অর্জন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!