সেফুদা কে ধরিয়ে দিলে দুই লাখ টাকা পুরস্কার - Mati News
Friday, December 5

সেফুদা কে ধরিয়ে দিলে দুই লাখ টাকা পুরস্কার

সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত-সমালোচিত সেফাত উল্লাহ সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।

[the_ad_placement id=”infeed”]

নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগন্থ পবিত্র কোরআন শরিফ অবমাননাকারী সেফাত উল্লাহ সেফুকে দেশ এবং বিদেশের মাটিতে যারা আইনের আওতায় সোপর্দ করতে পারবে, তাদের জন্য ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, পবিত্র কোরআন অবমাননা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। কোরআনের প্রতি ভালোবাসা থেকে এ ঘোষণা দিয়েছি, অন্য কিছু নয়।
কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে সেফাত উল্লাহ সেফুদা পবিত্র কোরআন শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়। বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *