Saturday, May 11
Shadow

ফণীর তাণ্ডবে লক্ষাধিক মানুষকে বাঁচিয়ে ‘হিরো’ পুলিশ

ফণীরঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের উড়িষ্যা। ফণীর আঘাতে উড়িষ্যার ১২টি জেলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া প্রায় ৫৮ কোটি ৬০ লক্ষ টাকার ফসল ও সম্পত্তি নষ্ট হয়েছে ৷ এদিকে, ওই  ঘূর্ণিঝড়ে অসামান্য অবদান রেখে উড়িষ্যার পুলিশ কর্মকর্তারা নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ৷ ভয়াবহ তাণ্ডব থেকে লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন তারা। আর এই পরিপ্রেক্ষিতে রীতিমতো বাস্তবের ‘হিরো’ বলে অভিহিত হচ্ছে উড়িষ্যার পুলিশ ৷

পূর্বাভাস পেয়ে যুদ্ধকালীন পরিস্থিতির মতো অবস্থার মুখোমুখি হয়েছেন উড়িষ্যার পুলিশ কর্মকর্তারা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন ৷ শুধু তাই নয়, দূর্গত মানুষদের ওপর সারাদিন-সারারাত নজর রেখেছেন তারা।

এদিকে তাণ্ডবে অনেকটাই বিপর্যস্ত উড়িষ্যা। তবে ধীরে ধীরে পরিস্থিত স্বাভাবিক অবস্থায় ফিরছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উড়িষ্যায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!