জুমার নামাজের জামাত ছুটে যাওয়া বলতে এখানে বোঝানো হয়েছে যে, মুসল্লি দ্বিতীয় বা শেষ রাকাতের রুকুর পরে জামাতে শরিক হয়েছে কিংবা সালাম ফেরানোর পরে মসজিদে প্রবেশ করেছে অথবা অন্য যেকোনও কারণে জুমার নামাজই পড়তে পারেননি তাহলে এক্ষেত্রে তিনি আর জুমা পড়বেন না; বরং প্রথম অবস্থায় ইমাম সাহেব সালাম ফেরানোর পর তিনি একাকী দাঁড়িয়ে জোহরের চার রাকাত আদায় করবেন আর যদি দ্বিতীয় ও তৃতীয় অবস্থার সম্মুখীন হন; অর্থাৎ সালাম ফেরানোর পর মসজিদে প্রবেশ করেন কিংবা যেকোনও কারণে নামাজই পড়তে পারেননি তাহলেও একাকী চার রাকাত জোহর পড়ে নিবেন। উপরোক্ত অবস্থাগুলোতে তার ওপর থেকে জুমার নামাজ রহিত হওয়ার কারণ হল-‘জামাত ছুটে যাওয়া।’ কেননা জুমার নামাজের জন্য জামাত শর্ত।
পক্ষান্তরে মুসল্লি যদি জুমার নামাজের এক রাকাতও পায়; অর্থাৎ দ্বিতীয় রাকাতের রুকুর আগে নামাজে শরিক হতে পারেন তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে একাকী দাঁড়িয়ে অবশিষ্ট এক রাকাত পড়ে নিবেন। পূর্ণ একটি রাকাত পাওয়ার কারণে ‘তিনি জুমা পেয়েছেন’-এটি বিবেচিত হবেন। হাদিস শরিফে এসেছে-রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার এক রাকাত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকাত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাকাতের) রুকু না পায়, সে যেন জোহরের ৪ রাকাত পড়ে।’ (মুসান্নেফে ইবনে আবি শায়বা, তাবারানি, বায়হাকি শরিফ ও আলবানি: ৬২১)
ইসলামিক মাসলা টি লিখেছেন : বেলায়েত হুসাইন