Friday, April 26
Shadow

চাঁদে যাওয়া তিন নম্বর মানুষটা কে?

চাঁদের বুকে হাঁটা প্রথম দুজনের কথা তো সবাই জানে—নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। কিন্তু তিন নম্বর মানুষটা কে? এই প্রশ্ন করে কিন্তু ভড়কে দিতে পারো তোমার বিজ্ঞানী বন্ধুটাকেও। কারণ তিন নম্বর ওই নভোচারীকে চেনে খুব কম মানুষই। নাম তার চার্লস পিট কনরাড। তার সঙ্গে ছিলেন চতুর্থ জন—অ্যালান এল বিন। দুজনে চাঁদে গিয়েছিলেন ১৯৬৯ সালের নভেম্বরে—অ্যাপোলো ১২ মিশনে।

peter conrad moon
peter conrad

এরপর আরও ৮ নভোচারী হেঁটেছেন চাঁদের বুকে। সর্বশেষ ১৯৭২ সালের ১২ ডিসেম্বর ১২তম নভোচারী হিসেবে চাঁদে পা রাখেন অ্যাপোলো ১৭ মিশনের কমান্ডার ইউজিন কার্নান। এরপর আর কেউ যায়নি চাঁদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!