Saturday, March 15

যা অবাক ও ব্যথিত করে না আমায়!-আসিফ নজরুল

আসিফ নজরুলডা. আসিফ নজরুল : বনানীর শিশুটিকে নিয়ে কোনো এক টিভি অভিনেতার সস্তা নাটক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাথীকে অপহরণ, ভুয়া কাগজপত্রে শত কোটি টাকার লোন কিছুই আমাকে ততোটা অবাক আর ব্যথিত করে না আর।

কারণ রাতের বেলা ভোট ডাকাতি, কোটি কোটি ভোটাধিকার একদিনে হরণ, ভুয়া জনপ্রতিনিধিদের প্রতিদিনের দম্ভÑআমার কাছে এসবের চেয়ে হৃদয়বিদারক আর ক্ষতিকর আর কিছু নয়। আমার দুঃখিত আর বিস্মিত হওয়ার ক্ষমতাও এসব ঘটনা কেড়ে নিয়েছে অনেকটা। অথচ কী অবলীলায় এ সমাজের বহু মানুষ হজম করে নিয়েছে এসব অনাচার। ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *