সিঙ্গাপুরে আশীষ মন্ডল নামে প্রবাসীর আত্মহত্যা - Mati News
Friday, December 5

সিঙ্গাপুরে আশীষ মন্ডল নামে প্রবাসীর আত্মহত্যা

সিঙ্গাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ব্যবসায়ী অরুন মন্ডলের পুত্র ও ঠিকাদার মনি মন্ডলের ভাতিজা সিঙ্গাপুর প্রবাসী আশীষ মন্ডল (৩২) সোমবার ২ আগস্ট সকালে সিঙ্গাপুরে কর্মস্থল Kallang MRT Station (EW10) নিকটবর্তী কনষ্ট্রাকশন সাইডে আত্নহত্যা করেন।
আশীষ মন্ডল কনষ্ট্রাকশন সাইডে শ্রমিকদের আবাসিক ভবনে বসবাস করতেন। সেখানেই তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাসী আশীষ মন্ডল তিন বছর বয়সী এক পুত্র সন্তানের জনক ছিলেন।
আশীষ মন্ডল সিঙ্গাপুরে হক গুয়ান চেং বিল্ডার প্রাইভেট লিমিটেড কনষ্ট্রাকশন কোম্পানিতে সাইড সুপারভাইজার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সোমবার সকালে সিঙ্গাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আশিষ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সনে এসএসসি পাশ করে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে সিঙ্গাপুরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *