জোকস : অত্যাচারী শাসক একদিন ছদ্মবেশে বের হলো শহরে - Mati News
Friday, January 23

জোকস : অত্যাচারী শাসক একদিন ছদ্মবেশে বের হলো শহরে

এক অত্যাচারী শাসক একদিন ছদ্মবেশে বের হলো শহরে। সাধারণ জনগণ তার সম্পর্কে কী ধারণা পোষণ করে সেটা জানাই তার উদ্দেশ্য। এক রেস্টুরেন্টে ঢুকে এক খদ্দেরকে জিজ্ঞেস করলো, ‘আচ্ছা, বলুন তো আমাদের শাসক লোকটা কেমন?’
খদ্দেরটা গম্ভীর হয়ে গেল। ভয়ে ভয়ে আশপাশে তাকিয়ে ইশারায় জানালো বাইরে যেতে। বাইরে গিয়েও বলতে ভয় পাচ্ছে লোকটা। এবার ইশারায় একটা গাড়ি দেখিয়ে তাতে উঠলো দুজন। দুজনকে নিয়ে গাড়ি গেল বহুদূরে এক জঙ্গলের পাশে। পাছে কেউ শুনে ফেলে এই ভয়ে লোকটা গাড়ি থেকে নেমে গভীর জঙ্গলে ঢুকল। ছদ্মবেশী শাসকও তার সাথে সাথে গেল। অবশেষে লোকটা থেমে মুখ কাছে এনে ফিসফিস করে বলল ‘আমি লোকটাকে পছন্দ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *