তুমি কার প্রেমে বিভোর  - Mati News
Thursday, December 25

তুমি কার প্রেমে বিভোর 

আব্দুস সাত্তার সুমন 

তুমি কার প্রেমে বিভোর, বলো তো?

এই দুনিয়ার রঙিন মরীচিকায়?

নাকি সেই আখিরাতের আলোয়, যেখানে প্রেমের মৃত্যু নেই?

দুনিয়ার প্রেম যেন হঠাৎ বৃষ্টির মতো, আসে, ছুঁয়ে যায়, মিলিয়ে যায়।

তোমার হাসিতে যেমন সূর্যের ঝলক,

তেমনি তোমার চোখে লুকানো এক অজানা প্রস্থান যা তুমি ঘিরে আছো, সবই ক্ষণস্থায়ী, সবই চলে যাবে।

কিন্তু আখিরাতের প্রেম– যে প্রেমে দেহ নেই, কেবল আছে আত্মার শুদ্ধির জ্যোতি।

যেখানে ভালোবাসা আর ইবাদত একসাথে জ্বলে,

যেখানে হৃদয় কারও জন্য নয়, বরং আল্লাহর পথে নিবেদিত।

তুমি কার প্রেমে বিভোর?

যদি দুনিয়ার জন্য হও, তবে সে এক ক্ষণিক জ্বাল

আর যদি আখিরাতের প্রেমে বিভোর হও,

তবে তুমি নিজেই আলোর প্রতিচ্ছবি।

দুনিয়ার প্রেমে চোখ ভিজে,

আখিরাতের প্রেমে আত্মা শান্ত হয় আর এই দুইয়ের মাঝে তুমি দাঁড়িয়ে আছো,

এক অনন্ত প্রশ্নের মুখোশ পরে অজানা মানবের মতো! তুমি কার প্রেমে বিভোর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *