Saturday, May 4
Shadow

দীপু হাজরার ‘দূরত্বের নাম অভিমান’

নিজস্ব প্রতিবেদক : রিংকি ক্লিপটোম্যানিয়া (চুরি রোগ)-এ আক্রান্ত। প্রায়ই সে ছোটখাটো জিনিস চুরি করে। যা নেহাতই অপ্রয়োজনীয়। কখনো কখনো সেসব ব্যবহারও করেনা, পেলে দেয়। একদিন প্রসাধনী সামগ্রীর এক অভিজাত দোকানে সে হাতেনাতে ধরা পড়ে। এরপর ঘটনা গড়ায় থানা পর্যন্ত। অবস্থা বেগতিক দেখে প্রেমিক অভিককে ফােন দেয়।

পরে সে আসে। বিষয়টি মধ্যস্ততা করে। পুলিশের ওসি এসময় অভিককে পরার্মশ দেয় তার বান্ধবীকে সাইকিয়াট্রস্টি দেখাতে। এভাবে এগুতে থাকে ‘দূরওত্বর নাম অভিমান’ নাটকের গল্প।

সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
তিনি বলনে, ভিন্নর্ধমী একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। নির্মাণশৈলীতে চেষ্টা করেছি ত্রুটি না রাখার। বাকীটা দর্শকই বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি ভালো কিছুই পেতে যাচ্ছেন তারা।
‘দূরত্বের নাম অভিমান’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,  ড.ইনামুল হক, সাবিলা নূর, মনোজ প্রামাণকি, রিমি করিম, আসিফ নজরুল, মিলি মুন্সী, বৈশাখী গৌরী,  মোহনা প্রমুখ ।
গ্রামীণ ফোন নিবেদিত এই নাটকটি শিগগিরই জিটিভিতে প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!