
বিখ্যাত সুফি কবি জালালউদ্দিন রুমি আমাদের জীবনের গভীর এক সত্য তুলে ধরেছেন— বিশ্ব পরিবর্তনের চেয়ে নিজের পরিবর্তনই বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা কেবল বুদ্ধিমান থাকি, তখন বাইরের পৃথিবীকে বদলানোর আকাঙ্ক্ষা জাগে। কিন্তু জ্ঞানী হলে বুঝতে পারি, সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে।
এই রুমির উক্তি আমাদের শেখায়, আত্মউন্নয়ন, আত্ম উপলব্ধি ও সচেতনতা অর্জন করলেই আমরা প্রকৃত পরিবর্তনের পথে এগোতে পারি। তাই অন্যকে বদলানোর চেয়ে আগে নিজেকে পরিবর্তন করুন, তাহলেই আপনার চারপাশ বদলে যেতে শুরু করবে।
প্রসঙ্গ:
রুমির উক্তি, আত্মউন্নয়ন, নিজেকে পরিবর্তন, রুমির অনুপ্রেরণামূলক বাণী, জীবন বদলানোর উক্তি, রুমির দর্শন, সফলতার উপায়, আত্ম উপলব্ধি