Tuesday, April 29

Best Rumi Quote in Bangla about inner strength and desire

অদৃশ্য বলের জাগরণ

মানবমনের গভীরে এক অদৃশ্য শক্তি বাস করে। এই শক্তি আমাদের অনেক সময় অনুভব হয় না, কিন্তু যখন আমরা জীবনের দুটি বিপরীত আকাঙ্ক্ষা বা দ্বন্দ্বের মুখোমুখি হই—যেমন ভালো-মন্দ, আশা-নিরাশা, মোহ-বিমোহ—তখন সেই শক্তি জাগ্রত হয়। এই দ্বন্দ্ব আমাদের অন্তরকে সংঘর্ষের মাধ্যমে শাণিত করে, আর সেই অদৃশ্য বল আরও দৃঢ়, আরও শক্তিশালী হয়ে ওঠে। রুমি এখানে বলতে চেয়েছেন, আমাদের ভিতরের এই অদেখা শক্তিই আমাদের সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করে, যদি আমরা দ্বন্দ্বকে ভয় না পেয়ে তা উপলব্ধি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!