রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নারী ও সৌন্দর্য  - Mati News
Friday, December 5

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নারী ও সৌন্দর্য 

সাঈদুর রহমান লিটন : রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নারী জীবনের গভীর অনুভূতি ও শৈল্পিক প্রকাশ  পাওয়া যায়। তাঁর কবিতায় নারী ও সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তিনি নারীকে কেবলমাত্র প্রেমিকা বা ভোগ্য বস্তু হিসেবে নয়, বরং এক অনন্ত সৌন্দর্য ও আত্মিক উপলব্ধির প্রতীক হিসেবে দেখিয়েছেন।

রবীন্দ্রনাথের দৃষ্টিতে নারী একাধারে সৃষ্টির উৎস, প্রেমের আধার এবং আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। তাঁর কবিতায় নারী যেমন প্রেমের রূপে আবির্ভূত হন।তেমনি প্রকৃতি, মাতৃত্ব ও মমতার এক মূর্ত রূপও হয়ে ওঠেন। 

শোনো একটি মধুর গানে, 

বেঁধেছি তোমারে প্রাণে।

এইরকম পংক্তিতে প্রেমিক নারীকে এক চিরন্তন সঙ্গীরূপে দেখানো হয়েছে। আবার গীতাঞ্জলি বা গীতিমাল্যতে নারীর প্রেমময় সৌন্দর্য কখনো পরমাত্মার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার রূপ নিয়েছে।

রবীন্দ্রনাথের কবিতায় সৌন্দর্য কখনো বাইরের বিষয় নয়, বরং তা নিগূঢ় রহস্যের  অনুভব। রবীন্দ্রনাথ ঠাকুর, নারী সৌন্দর্য তাঁর কাছে শুধুই শারীরিক গুণাবলিতে সীমাবদ্ধ রাখেননি , বরং নারীর চিন্তা, অনুভূতি, আত্মা ও ভালোবাসার গভীরতা মিলিয়ে একটি পরিপূর্ণ সৌন্দর্যের চিত্রপট এঁকেছেন । সোনার তরী কবিতায় তিনি লিখেছেন,

সাজিয়ে গেছি তোরে যতনে প্রভাতে, সন্ধ্যায়, 

তবু তোকে পাইনি, ওগো রূপসী, জীবনের মেলায়।

 এইখানে রূপসী নারী কেবল কামনার জন্য  নয়, বরং জীবনদর্শনের এক সুন্দর প্রতিক হয়ে উঠেছে।

নারীর উপস্থিতি তাঁর কবিতায় কখনো ঈশ্বরচেতনার মাধ্যম, কখনো মুক্তির পথ, কখনোবা সৃষ্টিশীলতার প্রেরণা। প্রেম ও ভক্তি’র মেলবন্ধনে রবীন্দ্রনাথ নারীর মাধ্যমে এক আধ্যাত্মিক সৌন্দর্যের অনুভব ঘটান। তাঁর অনেক কবিতায় নারী যেন প্রকৃতিরই প্রতীক, জ্যোৎস্নার মতো মৃদু, নদীর মতো বহমান, ফুলের মতো কোমল। তবে রবীন্দ্রনাথ নারীর স্বাধীন সত্তাকেও স্বীকৃতি দিয়েছেন। তিনি নারীকে কেবল প্রেম বা পরিবারে আবদ্ধ করে রাখেননি। নারীর মুক্তি বিষয়েও তাঁর ভাবনা কবিতায় সূক্ষ্মভাবে প্রকাশ পেয়েছে। উদাহরণস্বরূপ, পূরবী’ কাব্যের অনেক কবিতায় নারী তাঁর নিজস্ব চেতনায় ভাস্বর । সর্বোপরি, রবীন্দ্রনাথের কবিতায় নারী ও সৌন্দর্য কোনো নির্দিষ্ট মাত্রায় বাঁধা নয়। তা এক বহুবর্ণ, বহুমাত্রিক অভিব্যক্তি। তাঁর রচনায় নারী কখনো প্রেমিকা, কখনো মা, কখনো প্রকৃতি, আবার কখনো এক অনন্ত সত্তা।যার মধ্যে লুকিয়ে থাকে জীবনের গভীর সৌন্দর্য ।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা 

উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *