অমিতাভের সঙ্গে আলোচনা করতে ৪টি চেয়ার নিয়ে বসলেন অভিষেক!
বাবার জুতো পায়ে গলালে যে অমিতাভ বচ্চন হওয়া যায় না, তা বিলক্ষণ জানেন পুত্র অভিষেক। বলিউডে বাবার ওজন এবং সম্মান এই দুই বিষয়েও অত্যন্ত সচেতন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে অমিতাভের সঙ্গে আলোচনায় তাঁকে দেখা গেল এক সঙ্গে ৪টি চেয়ার নিয়ে বসতে। কেন জানেন? বিগ বি-ও বসেছিলেন চারটি চেয়ার নিয়ে। উচ্চতায় বাবাকে যাতে খাটো না লাগে, সে কারণেই না কি তিনি এমনটি করেছিলেন। রহস্য যাই থাক, অমিতাভ যে তাতে অত্যন্ত খুশি, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তা জানালেন।
তামিল ভাষায় অভিষেক করছেন অমিতাভ বচ্চন। দক্ষিণী পরিচালক তামিলভন্ননের ছবি ‘উয়ারন্ধা মানিতান’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ। তামিল এবং হিন্দি- দুই ভাষায় প্রকাশ পাবে ছবিটি। এই ছবির শ্যুটিংয়ের সময় পুত্র অভিষেকের সঙ্গে এক প্রস্থ আলোচনা ঝালিয়ে নিতে দেখা যায় অমিতাভকে।
দক্ষিণের স্টাইলে ধুতি-পাঞ্জাবি, গলায় লাল গামছা এবং নগ্ন পায়ে চেয়ারে বসে রয়...